ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

এসএসসি পরীক্ষার প্রস্তুতি

ভূগোল ও পরিবেশ

রুহুল আমীন
🕐 ১:১২ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২০

১। পরিবেশের সঙ্গে মানুষের অভিযোজনের প্রথম পদক্ষেপ কোনটি?
ক) বসতি স্থাপন খ) বনায়ণ
গ) নগরায়ণ ঘ) সম্পদ
২। মানুষ কোন অবস্থাকে কাজে লাগিয়ে বসতি গড়ে তোলে?
ক) কৃত্রিম অবস্থাকে
খ) প্রাকৃতিক অনুকূল অবস্থাকে
গ) প্রতিকূল অবস্থাকে ঘ) সামাজিক অবস্থাকে

৩। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের বসতি গড়ে ওঠার কারণ কী?
ক) সামাজিক বৈষম্য খ) অর্থনৈতিক দৈন্যতা
গ) প্রাকৃতিক ভিন্নতা ঘ) মানুষের ইচ্ছা
৪। কোন অঞ্চলের বসতিরা এস্কিমোরা বরফের ঘরে বাস করে?
ক) মরু অঞ্চলের খ) উষ্ণ ও আর্দ্র অঞ্চলের
গ) মেরু অঞ্চলের ঘ) তন্দ্রা জলবায়ু অঞ্চলের
৫। বাংলাদেশের অধিকাংশ গ্রামীণ বসতিতে কোন ধরনের ঘরে বাস করতে দেখা যায়?
ক) একচালা ঘরে খ) দোতলা ও তিনতলা ঘরে
গ) দোচালা ও চৌচালা ধরনের ঘরে
ঘ) ছনের ঘরে
৬। বিশ্বের বিভিন্ন শহরের বসতিগুলো কেমন?
ক) সাধারণ ভবন সম্পন্ন
খ) উচ্চ অট্টালিকা সম্পন্ন
গ) একতলা ভবন বিশিষ্ট
ঘ) টিনের ছাউনি সম্পন্ন
৭। গ্রামীণবসতি কোনটির ওপর নির্ভরশীল?
ক) কৃষির খ) শিল্পের গ) শিক্ষার ঘ) অর্থনীতির
৮। কোনটি বিছিন্ন, বিক্ষিপ্ত ও গোষ্ঠীবদ্ধ এর যে কোনটি হতে পারে?
ক) নগরবসতি খ) গ্রামীণবসতি
গ) আধুনিকবসতি ঘ) শহুরেবসতি
৯। উর্বর মাটিতে কোন ধরনের বসতি গড়ে ওঠে?
ক) রৈখিকবসতি খ) সংঘবদ্ধবসতি
গ) নগরবসতি ঘ) বিক্ষিপ্তবসতি
১০। মিসরের নীলনদের তীরবর্তীতে কোন দুটি নগর মিলে সমরকন্দ নগরের উৎপত্তি হয়েছে?
র) আলেকজান্দ্রিয়া রর) তাজিকিস্তানে ররর) হরপ্পা
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) i ও ii ঘ)i ও iii
১১। গ্রামীণবসতিকে কয়ভাগে ভাগ করা হয়?
ক) তিন খ) চার গ) দুই ঘ) পাঁচ
১২। মেষপালনকে কেন্দ্র করে কোথায় বিক্ষিপ্ত বসতি গড়ে উঠেছে?
ক) কানাডাতে খ) রাশিয়ায়
গ) অস্ট্রেলিয়াতে ঘ) ভারতে
১৩। ইট-সিমেন্টের নির্মাণ স্থাপনা থাকে সাধারণত-
ক) শহরে খ) গ্রামে গ) নদী তীরবর্তী অঞ্চলে
ঘ) পাহাড়িয়া এলাকায়
১৪। মৃৎশিল্পের সঙ্গে সম্পৃক্ত হল-
ক) কামারপাড়া খ) কুমারপাড়া
গ) তাঁতিপাড়া ঘ) জেলেপাড়া
১৫। নীলনদের অববাহিকায় কোন নগর গড়ে ওঠে?
ক) হরপ্পা খ) মিসর গ) সিন্ধু ঘ) থেবস

রুহুল আমীন, সিনিয়র শিক্ষক
সাতারকুল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।

উত্তর : ১. ক ২. খ ৩. গ ৪. ঘ ৫. গ ৬. খ ৭. ক ৮. খ ৯. খ ১০. গ ১১. ক ১২. গ ১৩. ক ১৪. খ ১৫. ঘ।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper