ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পুরনো বই নেওয়ার অভিযোগ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
🕐 ১১:৩১ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২০

উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের কাছ হতে বাধ্যতামূলক পুরাতন বই ফেরত নিয়ে নতুন বই দেওয়া হয়েছে। এ অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রাজবল্লভ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডা. জালাল উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আবেদন জানিয়েছেন।

অভিযোগের প্রেক্ষিতে উপজেলার গজঘন্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড় রূপাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাইকান কুঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজবল্লভ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছালাপাক সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি মাধ্যমিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিন গেলে এর সত্যতা মিলেছে।

শিক্ষার্থীরা জানান, পুরাতন বই জমা না দিলে নতুন বই দেওয়া হবে না বলে স্যারেরা বলেছেন। তাই নতুন বই পেতে তারা পুরাতন বই ফেরত দিয়েছে।

এ ব্যাপারে গজঘন্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস আলী জানান, এক দিন মাত্র পুরাতন বই নেওয়া হয়েছে, পরে আর নেওয়া হয়নি।

বড় রূপাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপর্ণা ভৌমিক জানান, ‘হয়ত সহকারী শিক্ষকরা পুরাতন বই জমা নিতে পারেন, বিষয়টি আমি দেখব।’

একই বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার শফিকুল আলম জানান, আগে পুরাতন বই ফেরত নেওয়া হতো। বর্তমানে কয়েক বছর ধরে আর ফেরত নেওয়া হচ্ছে না।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিনা বেগম জানান, শিক্ষার্থীদের কাছ থেকে পুরাতন বই ফেরত নেওয়ার কোন নির্দেশনা নাই।

 
Electronic Paper