ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই আ.লীগের মূল লক্ষ্য

বিশেষ প্রতিবেদক
🕐 ৭:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২০

দেশের মানুষের ভাগ্য পরিবর্তন আওয়ামী লীগের মূল লক্ষ্য বলে জানিয়েছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই লক্ষ্য নিয়েই আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে ও যাবে বলেও তিনি জানান। শুক্রবার (২৪ জানুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথ সভায় শেখ হাসিনা একথা জানান।

এর আগে তিনি দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর দলের সংক্ষিপ্ত যৌথসভা করেন। গত ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের পর নতুন কমিটি প্রথমবারের মতো বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে আসে।

সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নেতাকর্মীদের বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের আহ্বান জানিয়ে বলেন, জাতীয়ভাবে আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের কর্মসূচি নিয়েছি। সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন প্রতিষ্ঠানও দিবসটির কর্মসূচি নিয়েছে। এই কর্মসূচি আমাদের সফল করতে হবে। মুজিববর্ষ নিয়ে প্রত্যেক মানুষের মধ্যে একটা উৎসাহ তৈরি হয়েছে। এটা একটা বড় ব্যাপার।

শেখ হাসিনা বলেন, আমরা মনে করি আজ যে প্রবৃদ্ধি অর্জন করেছি অর্থনৈতিকভাবে এবং সেই সব অর্জনের সুফল একেবারে তৃণমূল পর্যায়ের গ্রামের মানুষ যেন পায় সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মীকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে চলতে হবে।

ঢাকা সিটি করপোরেশনে নির্বাচনী কর্মকাণ্ডে ব্যতিব্যস্ত থাকার কারণে দলের কয়েকজন নেতা টুঙ্গিপাড়া আসতে পারেননি। তার কারণও জানান দলীয় সভাপতি শেখ হাসিনা। তিনি বলেন, সিটি নির্বাচনে যারা কাজ করছে, তাদের যাওয়া দরকার নেই। বাকি যারা থাকবে তাদের নিয়ে আবার আসবো। পরবর্তীকালে নোটিশ নিয়ে ওয়ার্কিং কমিটির সভা করা হবে।

আজ যেহেতু বেশি সময় নেই, আমাকে হয়তো অল্পসময়ের মধ্যে রওয়ানা দিতে হবে। এরপর উপস্থিত সব নেতার প্রতি ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে সভার সমাপ্তি ঘোষণা করেন শেখ হাসিনা।

এরপর হোয়াইট হাউজ থেকে সাড়ে ৩টার দিকে বের হয়ে হেলিপ্যাড থেকে হেলিকাপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে টুঙ্গিপাড়া ছাড়েন আওয়ামী লীগ সভাপতি।

 
Electronic Paper