ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বৃদ্ধার সহায় মানবতা

এইচএম আলমগীর কবির, সিরাজগঞ্জ
🕐 ২:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২০

সিরাজগঞ্জে অজ্ঞাত (৬০) বছরের এক বৃদ্ধাকে জেলার সলঙ্গা বাজার নদীর পাশের একটি পরিত্যক্ত স্থানে প্রায় তিন মাস আগে ফেলে রেখে যায় স্বজনরা। রক্তের সম্পর্ক যখন বিশ্বাসঘাতকতা করে ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় মানবতা।

অসহায় এই বৃদ্ধার পাশে দাঁড়িয়েছেন দি বার্ড সেফটি হাউস নামে একটি স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন। ভর্তি করেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে।

জানা যায়, তিন মাস আগে রাতের আঁধারে অসুস্থ এ বৃদ্ধাকে নদীর পাশের একটি পরিত্যক্ত স্থানে ফেলে রেখে যায় তার স্বজনরা। গুরুতর অসুস্থ এই বৃদ্ধা চলাফেরা এবং কোনো কথাও বলতে পারছিলেন না। এ কারণে তার নাম-পরিচয় বা স্বজনদের ঠিকানাও জানা যায়নি।

এরপর থেকে স্থানীয়রা তাকে খাবার দিয়েছেন। প্রচণ্ড শীতে খোলা জায়গায় কষ্ট পাচ্ছিলেন দেখে স্থানীয়রা একটি পলিথিনের ছাউনি তৈরি করে দেন। কনকনে ঠাণ্ডায় কিছু খড় ও পুরনো কম্বল মুড়িয়ে পড়ে ছিলেন এই বৃদ্ধা।

বিষয়টি ফেসবুক গ্রুপ বর্ণচ্ছটার নজরে আসে। এরপর তারা শাহজাদপুরের স্বেচ্ছাসেবী সংগঠন দি বার্ড সেফটি হাউসকে অবগত করলে তারা চিকিৎসার পাশাপাশি স্বজনদেরও সন্ধানের চেষ্টা করছে।

 
Electronic Paper