ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ধলেশ্বরীর অবৈধ স্থাপনা উচ্ছেদ

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
🕐 ৯:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২০

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ফোর্ডনগর ধলেশ্বরী নদীর পাড় থেকে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হামিদুর রহমান গত দুইদিন ধরে এ উচ্ছেদ অভিযান পচিালনা করছেন।

বুধবার (২২ জানুয়ারি) তিনি খোলা কাগজকে জানান, এসব অবৈধ স্থাপনার মধ্যে রয়েছে সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলনের বিউটিফুল গামের্ন্টস, বজলুর রহমানের নিলয় গার্মেন্টস, ইশ্রাফিল মিয়ার বাড়ি, নর্দান পাওয়ার জেনারেশন ও একটি বাউন্ডারি। এরা দীর্ঘদিন ধরে ধলেশ্বরী নদী বালু দিয়ে ভরাট করে কোটি কোটি টাকার সম্পত্তি প্রাচীর দিয়ে দখল করে রেখেছে এবং অবৈধ স্থাপনা গড়ে তোলেন।

এসব নদী দখলদারের অবৈধ স্থাপনা ভেঙ্গে দেওয়া হচ্ছে। এরপর সরকারি খাস জায়গায় অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে। এছাড়া আক্তার ফার্নিচারসহ প্রভাবশালীদের নদী ভরাটের বালুগুলো নিলামে দেওয়া হবে।

তিনি আরও জানান, ১০টি অবৈধ স্থাপনাকে আগেই নোটিস দেওয়া হয়েছে। তাদের মধ্যে ২টি নিজেরাই আইন মেনে তাদের অবৈধ স্থাপনা সরিয়ে নিয়েছে। দুটি আদালতে মামলা রয়েছে। যার শুনানি হবে আগামী ২৬ তারিখে। বাকি ৬টি ভেঙ্গে দেওয়া হচ্ছে।

 
Electronic Paper