ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নোত্তর

ফাতেমা বেগম
🕐 ২:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২০

দ্বিতীয়পত্র
১। ব্রিটিশ শাসনামলে বাংলাদেশ ভূখণ্ডের সবচেয়ে মূল্যবান ফসল ছিল কোনটি?
ক) ধান খ) চা
গ) কাঁচা পাট ঘ) ইক্ষু
২। বাংলাদেশের মোট সীমানা কত কিলোমিটার?
ক) ৩৭১৫ খ) ৩৯৯৫
গ) ৮৪২৭ ঘ) ৪৭১২

৩। বিশ্বায়নের প্রভাবে যে পরিবর্তন সাধিত হবে তা হলো-
র. পণ্যের সেবার মূল্য বৃদ্ধি
রর. জীবনযাত্রার মান উন্নয়ন
ররর. উদারীকরণ
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
৪। বাংলাদেশে একটি আদর্শ কৃষি খামারের আয়তন কত?
ক) ৩ একর খ) ৫ একর
গ) ৮ একর ঘ) ১০ একর
৫। বাংলাদেশে কৃষিপণ্য বাজারজাতকরণের সমস্যা হলো-
র. কৃষকের দরিদ্রতা
রর. ত্রুটিপূর্ণ ওজন ও পরিমাপ
ররর. দালালদের দৌরাত্ম্য
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
৬। উফশী প্রযুক্তি হলো-
র. শিল্পে ব্যবহৃত নতুন প্রযুক্তি
রর. কৃষিতে ব্যবহৃত বীজভিত্তিক প্রযুক্তি
ররর. কৃষিতে ব্যবহৃত কীটনাশকভিত্তিক প্রযুক্তি
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
৭। বাংলাদেশ থেকে তৈরি পোশাক রপ্তানি শুরু হয় কোন দশকে?
ক) ৭০-এর দশকে
খ) ৮০-এর দশকে
গ) ৯০-এর দশকে
ঘ) ৬০-এর দশকে
উদ্দীপকটি পড়ো এবং ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :

শফিক একজন সৎ, পরিশ্রমী মানুষ। নিজের প্রচেষ্টা ও বন্ধুবান্ধবের সহযোগিতায় কিছু পুঁজি দিয়ে নিজ এলাকায় একটি খাবারের দোকান দেয়। যেখানে তার শ্রমিকের সংখ্যা ২০ জন। অল্প কিছুদিনের মধ্যেই তার দোকানের খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ে।

৮। শফিকের প্রতিষ্ঠিত শিল্পকে কোন ধরনের শিল্প বলা যায়?
ক) ক্ষুদ্র খ) বৃহৎ
গ) মাঝারি ঘ) কুটির
৯। ওই শিল্পে মূলধনের পরিমাণ হয়-
র. ৫ লাখ টাকার কম
রর. ৫-১০ লাখ টাকার মধ্যে
ররর. ১০ লাখ টাকার ঊর্ধ্বে
নিচের কোনটি সঠিক?
ক) র খ) রর গ) ররর
ঘ) রর ও ররর
১০। আমদানি বিকল্প শিল্পের উদ্দেশ্য নয় কোনটি?
ক) পরনির্ভরশীলতা হ্রাস
খ) বৈদেশিক মুদ্রা সাশ্রয়
গ) পণ্যের আন্তর্জাতিক চাহিদা পূরণ
ঘ) আমদানি ব্যয় হ্রাস করা
১১। স্বল্পমেয়াদি পরিকল্পনার সুবিধা কী?
ক) কম মূলধন প্রয়োজন হয়
খ) সাহায্য প্রাপ্তি
গ) ক্ষতি নেই
ঘ) কাজ সহজে করা যায়
১২। আদমশুমারি গণনা পদ্ধতি কয়টি?
ক) ১ খ) ২ গ) ৩ ঘ) ৪
১৩। বাংলাদেশ থেকে কোনো লোক স্থায়ীভাবে আমেরিকায় গমন করলে দেশটির দিক থেকে একে কী বলা হবে? ক) অভিগমন
খ) বহির্গমন গ) বহিরাগমন
ঘ) অভ্যন্তরীণ গমন
১৪। খাদ্য নিরাপত্তা বলতে কী বোঝায়?
ক) বিদেশ থেকে পর্যাপ্ত খাদ্যশস্য আমদানি খ) নিরাপদ খাদ্য গ্রহণ
গ) সব আবাদি জমিতে খাদ্যশস্য উৎপাদন ঘ) পুষ্টিমানসম্পন্ন খাদ্যের টেকসই জোগান
১৫। ভোক্তা অধিকারসংক্রান্ত আন্দোলনকারী সংস্থা কোনটি?
ক) নিখাচা খ) ক্যাব
গ) ওয়ার্ল্ডভিশন ঘ) পবা

ফাতেমা বেগম
শিক্ষক, বর্ণমালা আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।

উত্তর: ১. গ ২. ঘ ৩. খ ৪. ক ৫. ঘ ৬. খ ৭. ক ৮. ক ৯. গ ১০. গ ১১. ক ১২. ঘ ১৩. খ ১৪. ঘ ১৫. খ।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper