ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

আবু সাঈদ
🕐 ২:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২০

১. ’বিষের বাঁশি’ গ্রন্থটি কাজী নজরুল ইসলাম কাকে উৎসর্গ করেছিলেন?
ক. বারীন্দ্রকুমার ঘোষ
খ. বিরজা সুন্দরী দেবী
গ. চিত্তরঞ্জন দাস
ঘ. মোসাম্মদ মাসুদা খাতুন
২. ‘পাত্র-পাত্রী’ কোন ধরনের গ্রন্থ?
ক. ছোট গল্প
খ. প্রেমের গল্প
গ. সামাজিক গল্প
ঘ. অতিপ্রাকৃত গল্প

৩. ‘কর্মফল’ কোন ধরনের গ্রন্থ?
ক. ছোট গল্প
খ. প্রেমের গল্প
গ. সামাজিক গল্প
ঘ. অতিপ্রাকৃত গল্প
৪. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মুক্তধারা’ কোন ধরনের নাটক?
ক. কাব্যনাট্য
খ. গীতিনাট্য
গ. সামাজিক নাটক
ঘ. সাংকেতিক নাটক
৫. বাংলা সাহিত্যে মধ্যযুগের শেষ কবি কে?
ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত
খ. ভারতচন্দ্র রায়
গ. রাম রাম বসু
ঘ. শাহ মুহম্মদ সগীর
৬. কোনটি তৎসম উপসর্গ নয়?
ক. অভি খ. অব
গ. সু ঘ. প্র
৭. মেধাবী এর প্রকৃতি প্রত্যয় কী?
ক. মেধা+আবী
খ. মেধা+বিন
গ. মেধা+ইন
ঘ. মেধ+আবী
৮. প্রত্যয়ঘটিত শব্দ-
ক. দুরন্ত খ. বসন্ত
গ. ডুবন্ত ঘ. অনন্ত
৯. কোনটি নিত্য সমাস?
ক. পঞ্চনদ
খ. বেয়াদব
গ. দেশান্তর
ঘ. পদ্মনাভ
১০. ‘উপাচার্য’ শব্দটি কোন সমাস সাধিত?
ক. উপপদ তৎপুরুষ
খ. অলুক তৎপুরুষ
গ. বহুব্রীহি ঘ. প্রাদি তৎপুরুষ
১১. ‘উড়োজাহাজ’ কোন সমাস?
ক. বহুব্রীহি
খ. কর্মধারয়
গ. দ্ব›দ্ব ঘ. তৎপুরুষ
১২. ‘বিশ্ববিদ্যালয়’ এর ব্যাসবাক্য কি?
ক. বিশ্বের বিদ্যালয়
খ. বিশ্ববিদ্যার আলয়
গ. বিশ্বস্ত আলয়
ঘ. বিশ্বরূপ আলয়
১৩. ‘মরুৎ’ শব্দের সমার্থক শব্দ-
ক. পানি খ. বাতাস
গ. মাটি
ঘ. মরূদ্যান
১৪. বসুমতী শব্দটির সমার্থক শব্দ-
ক. ধরিত্রী খ. ফুল
গ. গিরি ঘ. কানন
১৫. ‘কোকিল’ এর সঠিক প্রতিশব্দ কোনটি?
ক. পিউ খ. পরভৃত
গ. পাবক ঘ. অংশু
১৬. ‘নীর’ শব্দের প্রতিশব্দ কোনটি?
ক. পাখির বাসা
খ. জল
গ. মেঘ ঘ. চুল
১৭. ‘গিরি নিঃগ্রাব’ শব্দের অর্থ
ক. পর্বত খ. নদী
গ. বাতাস ঘ. আগুন
১৮. ‘অপলাপ’ শব্দের অর্থ কি?
ক. অস্বীকার
খ. মিথ্যা
গ. প্রলাপ
ঘ. অসদালাপ
১৯. ’বসন্ত’ কোন ধরনের নাটক?
ক. কাব্যনাট্য
খ. গীতিনাট্য
গ. সামাজিক নাটক
ঘ. সাংকেতিক নাটক
২০. গোরা’ রচনা করা হয়-
ক. বঙ্গভঙ্গ নিয়ে
খ. স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে
গ. ব্রিটিশ ভারতের রাজনীতিতে ধীরে
ঘ. কোনোটিই নয়
২১. ঘরে বাইরে’ রচিত হয়-
ক. বঙ্গভঙ্গ নিয়ে
খ. স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে
গ. ব্রিটিশ ভারতের রাজনীতিতে ধীরে
ঘ. কোনোটিই নয়

আবু সাঈদ
২৭তম বিসিএস, প্রশাসন।

উত্তর : ১.ঘ ২.খ ৩.গ ৪.ঘ ৫.খ ৬.গ ৭.খ ৮.গ ৯.গ ১০.ঘ ১১.খ ১২.খ ১৩.খ ১৪.ক ১৫.খ ১৬.খ ১৭.ঘ ১৮.ক ১৯.গ ২০.ক ২১.গ।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper