ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রশ্রয়

শারমিন সুলতানা রীনা
🕐 ৫:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২০

প্রশ্রয় না পেলে কে আর অবলীলায় বলতে পারে ভালোবাসি।
কে হতে পারে ঘুম জাগানিয়া গান।

প্রশ্রয় দিয়েছ বলে মেঘের রঙয়ে স্বপ্ন এঁকে যাই।
মুক্ত বিহঙ্গী হয়ে নীলিমায় উঁড়ি।

কতটা প্রশ্রয় পেলে বুকেই তুলে আনি বিদ্যুৎদীপ্ত ঝড়।
সোনার মুকুট খুলে বুনো ফুলের মালা তুলে নেই মাথা পেতে।

একটু প্রশ্রয়ে কোলাহল ছেড়ে
স্বেচ্ছায় বেছে নেই নির্বাসন
সীমাহীন অথৈ জলের মাঝখানে গড়ে তুলি মধুময় বাসরের
প্রবাল দ্বীপ।
প্রেম ও প্রশ্রয়ে হয়ে যাই যৌবনবতী নদী।

স্বপ্নের বর্ণচ্ছটায় নিজেকে রাঙিয়ে তুমিও হয়ে যাও সাগরের প্রতিচ্ছবি...

 
Electronic Paper