ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

টানা এক ঘণ্টা শাঁখ বাজান তিনি

ডেস্ক রিপোর্ট
🕐 ১:০২ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২০

একটানা এক ঘণ্টারও বেশি সময় শাঁখ বাজাতে পারেন অসীম মাজি। সেকেন্ডের হিসেবে চার হাজার সেকেন্ডেরও বেশি। কিন্তু দীর্ঘ এ সময় শঙ্খ বাজিয়েও উপযুক্ত যোগাযোগের অভাব ও নিয়মের বেড়াজালের কারণে বিশ্বরেকর্ড গড়তে পারেননি তিনি।

অসীম ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়ার গঙ্গাজলঘাটির হাড়িভাঙ্গা গ্রামের যুবক। বেসরকারি এক ইঞ্জিনিয়ারিং কলেজের শেষ বর্ষের ছাত্র। টানা এক ঘণ্টার বেশি সময় শাঁখ বাজিয়ে রেকর্ড গড়া আরেক যুবককে ছাড়িয়ে গেছেন তিনি।

বর্তমানে ১ ঘণ্টা সাত মিনিট আট সেকেন্ড শাঁখ বাজাতে পারেন। কয়েক মাস আগে ‘লিমকা বুক অব ওয়ার্ল্ডে’ এ ব্যাপারে আবেদন করেছেন। এ ব্যাপারে এখনও কোনো সদুত্তর পাননি।

অসীম জানায়, ছোটবেলা থেকেই শাঁখ বাজান তিনি। বয়সের সঙ্গে সঙ্গে দীর্ঘ অনুশীলনের কারণে এ দক্ষতা অর্জন করেন। এখন পর্যন্ত ৩০৬৩ সেকেন্ড শাঁখ বাজিয়ে বিশ্বরেকর্ড করেছেন বিহারের বেগুসরাইয়ের শম্ভু কুমার। তার থেকেও অনেক এগিয়ে অসীম।

 
Electronic Paper