ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পুরুষরাই বেশি আত্মহত্যাপ্রবণ!

ডেস্ক রিপোর্ট
🕐 ১১:১৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২০

আত্মহত্যা কোনো পরিস্থিতিতেই গ্রহণযোগ্য নয়, জীবন সংগ্রামে টিকে থাকাটাই আসল। আর টিকে থাকতে হলে জানতে হয় বাঁচার লড়াই। দুঃখজনক হলেও মানুষ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ভুল করে এমন সিদ্ধান্ত নেয়। মূলত চ্যালেঞ্জের সঙ্গে লড়তে তারা ভয় পান।

যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ২০ বছরের তথ্য সংগ্রহের ভিত্তিতে এক জরিপ করেছেন। তারা এমন মানুষদের খুঁজেছেন যারা মানসিক বা শারীরিক সমস্যার কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন।

১৯৯৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত ডেনমার্কে যারা আত্মহত্যা করেছিলেন তাদের যাবতীয় তথ্য সংগ্রহ করেন গবেষকরা। এমন ১৪ হাজার মানুষের তথ্য তারা বিশ্লেষণ করেন। গবেষণায় দেখেছেন, শারীরিক, মানসিক অসুস্থতা বা কোনো অঙ্গহানি হলে নারীর তুলনায় পুরুষরা বেশি ভেঙে পড়েন।

আত্মহত্যার প্রবণতা পুরুষদের বেশি বলেই মনে করেন তারা। গবেষণায় তারা দেখেছেন, নারীরা আত্মহত্যার পথ বেছে নিতে তেমন পছন্দ করেন না। বরং তারা পরিস্থিতির সঙ্গে লড়াই করেন।

 
Electronic Paper