ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বিমানবাহিনীতে ক্যারিয়ার

খোলা কাগজ ডেস্ক
🕐 ৩:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২০

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিমানবাহিনী। ‘অফিসার ক্যাডার-৮৩ বিএএফএ ক্যাডেট পদে নিয়োগ দেওয়া হবে।

পদের নাম : অফিসার ক্যাডার-৮৩ বিএএফএ ক্যাডেট।

শিক্ষাগত যোগ্যতা : উচ্চ মাধ্যমিক বা সমমান পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ ৪.৫ এবং উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞানে ন্যূনতম গ্রেড ‘এ’ থাকতে হবে।

সব পদে আবেদনের জন্য ২৬ ডিসেম্বর, ২০২০ পর্যন্ত প্রার্থীর বয়স ন্যূনতম ১৬ বছর ছয় মাস থেকে ২২ বছরের মধ্যে হতে হবে (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।

শারীরিক যোগ্যতা : পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা ন্যূনতম ৬৪ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিকভাবে ৩২ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা ৬২ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি। প্রার্থীকে অবিবাহিত হতে হবে।

বেতন স্কেল : প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেটদের মাসিক বেতন ১০,০০০ টাকা। এ ছাড়া সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটদের বেতন-ভাতা দেওয়া হবে।

আবেদনের নিয়ম : বিমানবাহিনীর ওয়েবসাইটে (www.joinbangladeshairforce.mil.bd) আবেদন করতে হবে।

 
Electronic Paper