ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ঠিক যেন বাঘখেকো মানুষ

ডেস্ক রিপোর্ট
🕐 ১১:১৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২০

বাঘের মাংস খাওয়ায় আগে থেকেই সমালোচনায় ছিলেন ভারতের আসামের অটল রঙঢালি এলাকার লোকজন। সম্প্রতি আবারও একটি পূর্ণবয়স্ক চিতাবাঘকে পিটিয়ে মেরে তার মাংস দিয়ে বনভোজন করেছেন ওই এলাকার মানুষ। ঠিক যেন বাঘখেকো মানুষ। পশুপ্রেমিরা এ ঘটনার নিন্দা জানিয়েছেন।

পুলিশ জানায়, ওই ঘটনায় গ্রামবাসীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বছর তিনেক আগেও এই এলাকায় চিতাবাঘ মেরে মাংস খেয়েছিল স্থানীয়রা।

গ্রামবাসীরা জানায়, পাঁচ জনের উপর হামলা চালায় চিতাবাঘটি। পরে তাকে ঘেরাও দিয়ে স্থানীয় লোকজন চিতাবাঘটিকে মেরে ফেলে।

পরে তারা মাংস রান্না করে খাওয়ার আয়োজন করে। মাংস খাওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে তা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। দোষীদের শাস্তি দাবি করেছেন অনেকে। আসাম-নাগাল্যান্ড সীমান্তে এর আগে হাতির মাংস খাওয়ারও ঘটনা শোনা গেছে।

 
Electronic Paper