ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জলবায়ু পরিবর্তনে সক্ষমতা অর্জন শীর্ষক সেমিনার

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
🕐 ৯:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৯

নোয়াখালীর হাতিয়ায় জলবায়ু পরিবর্তনে সক্ষমতা অর্জনে উপকূলীয় বনায়ন ও ম্যানগ্রোভ বন সংরক্ষন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে দ্বীপ উন্নয়ন সংস্থার হাতিয়া প্রধান কার্যালয় উপজেলার ছৈয়দিয়ায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বেসরকারি সংস্থা কোস্ট ট্রাষ্টের সহযোগীতায় ও দ্বীপ উন্নয়ন সংস্থার তত্বাবধানে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন, হাতিয়া পৌর মেয়র একেএম ইউছুফ আলী।

বক্তব্য রাখেন, দ্বীপ উন্নয়ন সংস্থার নির্বাহী প্রধান রফিকুল আলম, দ্বীপ উন্নয়ন সংস্থার মানব সম্পদ উন্নয়ন সমন্বয়কারী হুমায়ন কবির, দ্বীপ উন্নয়ন সংস্থার প্রোগ্রাম অফিসার রাশেদুল হাসান, নলচিরা রেনঞ্জ কর্মকর্তা শরিফুল ইসলাম প্রমুখ।

সেমিনারে জনপ্রতিনিধি সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। সেমিনারে বক্তারা জলবায়ু পরিবর্তনে পরিবেশ উপকূলীয় বনায়ন রক্ষায় সমাজের সকলকে এগিয়ে আসার আহবান জানান।

 
Electronic Paper