ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি

বাংলা দ্বিতীয়পত্র

আলিফ লায়লা
🕐 ৬:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৯

১। তৎসম উপসর্গ কয়টি?
ক. ২১টি খ. ২০টি গ. ১৯টি ঘ. ১৫টি
২। কোন উপসর্গগুলো বাংলা এবং সংস্কৃত উভয় ভাষায় প্রচলিত?
ক. রাম, সু, পরি খ. বি, নি, দূর
গ. সু, বি, নি, আ ঘ. নি, অব, সু
৩। খাঁটি বাংলা উপসর্গ কয়টি?
ক. ১৮টি খ. ১৯টি গ. ২০টি ঘ. ২১টি
৪। কোনটি খাঁটি বাংলা উপসর্গ?
ক. অজ খ. পরা গ. অণু ঘ. উপ

৫। ‘নিখুঁত’ শব্দে ‘নি’ কোন প্রকার উপসর্গ?
ক. অর্ধ-তৎসম খ. বিদেশি
গ. সংস্কৃত ঘ. খাঁটি বাংলা
৬। উপসর্গের কাজ কি?
ক. বর্ণসংস্করণ খ. যতি সংস্থাপন
গ. নতুন শব্দ গঠন ঘ. ভাবের পার্থক্য নিরূপণ
৭। কোনটি বাংলা উপসর্গ?
ক. আধ খ. উৎ গ. নিম ঘ. আব্
৮। ‘সুকাজ’ শব্দটির ‘সু’ কোন প্রকার উপসর্গ?
ক. হিন্দি খ. তৎসম গ. আরবি ঘ. খাঁটি বাংলা
৯। অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে কার?
ক. উপসর্গ খ. সন্ধি গ. সমাজ ঘ. কারক
১০। ‘বর’ কোন শ্রেণীর উপসর্গ?
ক. ইংরেজি খ. তৎসম গ. খাঁটি বাংলা ঘ. বিদেশি
১১। ‘বেতার’ শব্দটির ‘বে’ উপসর্গটি কোন ধরনের?
ক. ফারসি খ. আরবি গ. হিন্দি ঘ. তৎসম
১২। ‘সুনিপুণ’ শব্দে সু উপসর্গটি কি অর্থে ব্যবহুত হয়েছে?
ক. আতিশয্য খ. বিশেষ গ. অতিশয় ঘ. নিশ্চয়
১৩। নিচের কোনটিতে বিক্ষিপ্ত অর্থে উপসর্গ ব্যবহুত হয়েছে?
ক. সরব খ. আবছায়া গ. আড়গড়া ঘ. আনমনা
১৪। ‘অনুকার’ শব্দের উপসর্গ কোন অর্থে ব্যবহুত হয়েছে?
ক. পশ্চাৎ খ. বিপরীত গ. বিকৃত ঘ. সাদৃশ্য
১৫। ‘লাপাত্তা’ শব্দের ‘লা’ কোন শ্রেণীর উপসর্গ?
ক. ফারসি খ. উর্দু গ. হিন্দি ঘ. আরবি
১৬। খাঁটি বাংলা উপসর্গ, খাঁটি বাংলা শব্দের কোন স্থানে যুক্ত হয়?
ক. মাঝে খ. পূর্বে গ. পরে
ঘ. উপরের কোনটিই নয়
১৭। ফারসি ভাষার উপসর্গ কোনটি?
ক. কম খ. উৎ গ. উন ঘ. সু
১৮। ‘ই’ কারান্ত ও ‘উ’ কারান্ত উপসর্গের পর কতকগুলো ধাতুতে কি হয়?
ক. ‘স’ হয় খ. ‘উ’ হয়
গ. ‘ষ’ হয় ঘ. ‘ই’ হয়
১৯। নিচের কোনটিতে উপসর্গ ব্যবহুত হয়নি?
ক. সুগম খ. লবণ গ. নিখুঁত ঘ. সুখবর
২০। ‘পরি’ উপসর্গ যোগে গঠিত ‘পরিসীমা’ শব্দের নিচের কোনটি সঠিক অর্থ নয়?
ক. চতুর্দিক খ. গ-িবদ্ধ গ. সম্যকরূপে ঘ. শেষ
২১। ‘অবকাশ’ শব্দের ‘অব’ উপসর্গটি কোন উপসর্গ?
ক. বিদেশি খ. বাংলা গ. সংস্কৃত ঘ. দেশি

আলিফ লায়লা
সিনিয়র শিক্ষক
সাতারকুল স্কুল অ্যান্ড কলেজ
ঢাকা।

উত্তর : ১খ, ২গ, ৩ঘ, ৪ক, ৫ঘ, ৬গ, ৭ঘ, ৮ঘ, ৯ক, ১০ঘ, ১১ক, ১২ক, ১৩ঘ, ১৪ঘ, ১৫ঘ, ১৬খ, ১৭ক, ১৮গ, ১৯খ, ২০ঘ, ২১গ।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper