ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মাছে ক্ষতিকর রং!

নিজস্ব প্রতিবেদক
🕐 ১০:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০১৯

বাজারে বিক্রি হওয়া বিভিন্ন জাতের সামুদ্রিক মাছে মেশানো হচ্ছে কাপড়ে ব্যবহারের ক্ষতিকর রং। মাছ তাজা দেখাতে কাপড়ে ব্যবহারের রং পানিতে মিশিয়ে তার মধ্যে মাছ ভিজিয়ে রাখা হচ্ছে।

গত বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত রাজধানীর যাত্রাবাড়ী মাছের আড়তে অভিযান চালিয়ে এমন প্রমাণ পান র‌্যাবের একটি ভ্রাম্যমাণ আদালত। অভিযানটির নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, সামুদ্রিক মাছকে সতেজ দেখানোর জন্য কাপড়ে রং পানির সঙ্গে মিশিয়ে তা মাছে ব্যবহার করা হচ্ছে, যা মানবদেহের জন্য ক্ষতিকর। রং মেশানো ৪৬০ কেজি পোয়া মাছ জব্দ করা হয়েছে বলে তিনি জানান। মাছে কাপড়ের রং ব্যবহার করার অপরাধে একজনকে এক বছর এবং একজনকে ছয় মাস কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানকালে আরও প্রায় ১০ টন চাষ ও বিক্রয় নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়েছে। বিক্রি নিষিদ্ধ মাছ বাজারজাত করার অপরাধে তিনজনকে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

 
Electronic Paper