ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আনচেলত্তিকে লাল কার্ড

ক্রীড়া ডেস্ক
🕐 ১২:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৯

ইতালিয়ান সিরি’এ লিগে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছিল নাপোলি। উয়েফা চ্যাম্পিয়নস লিগে বিপরীত অবস্থা। প্রত্যাশিতভাবেই টুর্নামেন্টের নক আউট পর্বে উঠে গেছে নাপোলি। মঙ্গলবার রাতে গেঙ্ককে ৪-০ গোলে বিধ্বস্ত করে শেষ ষোলোর টিকিট কেটেছে ইতালিয়ান ক্লাবটি।

কিন্তু দারুণ জয়ের তিন ঘণ্টা পরই দুঃসংবাদ শুনতে হলো প্রধান কোচ কার্লো আনচেলত্তিকে। ইতালিয়ান কোচকে অব্যাহতির খবর শুনিয়ে দেয় নাপোলি। তাতে একটা বিষয় পরিষ্কার যে, কোচ ছাঁটাইয়ের সিদ্ধান্তটা আগেই নিয়ে রেখেছিলেন ক্লাবের কর্তাব্যক্তিরা। পরশু রাতের ফলটা যেন স্রেফ গৌণ একটা ব্যাপার। এই মৌসুমে শিরোপা জয়ের বাড়তি চাপ ছিল তাদের ওপর।

সেটাই কাল হয়ে দাঁড়ায়। গেঙ্কের মুখোমুখি হওয়ার আগে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ৯ ম্যাচ জয়হীন ছিল নাপোলি। তাতে লিগ তালিকার সাত নম্বরে নেমে গেছে তারা। অথচ এই দলটাই চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত পারফর্ম করেছে। এই মৌসুমে আগুনে ফর্মে থাকা লিভারপুলকে একমাত্র নাপালিই পরাজয়ের তিক্ত স্বাদ দিয়েছে (২-০)।

 

 
Electronic Paper