ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ক্ষেপেছেন চিত্র নায়িকা পপি

বিনোদন প্রতিবেদক
🕐 ৪:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৯

লেডি অ্যাকশন ঘরনার ছবি ‘ইয়েস ম্যাডাম’। শুরুতে এতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন চিত্রনায়িকা পপি। কিন্তু পরবর্তীতে ‘ইয়েস ম্যাডাম’র জন্য চুক্তিবদ্ধ হন চিত্রনায়িকা কেয়া। অনেক গণমাধ্যম সংবাদটি মুখোরোচ করতে ‘বাদ পড়লেন পপি’ বা ‘তার জায়গায় নেওয়া হচ্ছে’ এমন শিরোনামে সংবাদ প্রকাশ করেছেন। যা নজরে এসেছে পপির। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।

‘ইয়েস ম্যাডাম’ ছবিতে পপির অভিনয় প্রসঙ্গে শুরুতে জানতে চাওয়া হয় এই ছবির পরিচালক রকিবুল আলম রকিবের কাছে। তিনি বলেন, ‘আমরা প্রথম দিকে এই ছবির জন্য চিত্রনায়িকা পপিকে নির্বাচন করেছিলাম। তার সঙ্গে আমাদের চুক্তিও হয়। কিন্তু পপি ছবির গল্প পরিবর্তন করার জন্য আমাদের বলেছিলেন। তবে আমরা সেটা করিনি। তাই তিনি এই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি অভিনয় করবেন না বলে আমাদের জানিয়ে দেন। এরপর আমরা নতুন করে ছবির নায়িকা চূড়ান্ত করি।’

বিষয়টি নিয়ে চিত্রনায়িকা পপি বলেন, ‘গল্প ও চরিত্রটি আমার মনের মতো হয়নি। এছাড়াও এতে একাধিক নায়িকা থাকার কারণে ছবিতে অভিনয় করা হয়নি। কিছু সংবাদ মাধ্যমে দেখলাম, বাদ পড়েছেন পপি বা পপির জায়গায় অমুক লিখে সংবাদ প্রকাশ করা হয়েছে। এটা কেন? আমার জায়গায় অমুক কেন হবে বা বাদ কেন হবে? কারো স্থান কি কেউ নিতে পারে। বাদ দেওয়া কথাটি একজন শিল্পীর জন্য খুবই দুঃখজনক ও অসম্মানজনক। বিশ্বের কোথাও কি এমন হয়?’

ক্ষোভ নিয়ে তিনি আরো বলেন, ‘আমরা নিজেরাই তো নিজেদের সম্মান করি না। অন্যদের কেন দোষ দেব। আমার আজকের এই অবস্থান কিন্তু একদিনে তৈরি হয়নি। আজকের এই পপি হতে অনেক পরিশ্রম করতে হয়েছে। আমি চাইলে, প্রতি মাসে একটি করে ছবিতে চুক্তিবদ্ধ হতে পারি। তাহলে কি ছবির মান ধরে রাখা যাবে। আমি মনে করি, না। আমাকে আমার ক্যারিয়ার দেখতে হবে। ভালো-মন্দ বুঝে অভিনয় করতে হবে। আমি তাই করছি, আর করেই যাবো। প্রয়োজনে বছরে একটি কাজ করবো আর না হয় বসে থাকবো।’

 
Electronic Paper