ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

৩৮ আরোহীসহ চিলির সামরিক বিমান নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ১:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৯

চিলির দক্ষিণাঞ্চল থেকে এন্টার্কটিকায় একটি বিমান ঘাঁটির উদ্দেশে উড্ডয়নের পরে সোমবার ৩৮ জন আরোহী নিয়ে একটি সামরিক বিমান নিখোঁজ হয়েছে। চিলির বিমান বাহিনীর তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, অ্যান্টার্কটিকা রুটে ওই বিমানটি নিখোঁজ হয়েছে।

বিমান বাহিনীর বিবৃতিতে জানায়, এ সি-১৩০ হারকিউলিস বিমানটি ৪টা ৫৫ মিনিটে (গ্রীনিচ মান সময় ১৯:৫৫) প্রেসিডেন্ট এডওয়ার্ড ফেরই এন্টার্কটিক ঘাঁটির উদ্দেশে পুন্তা এরেনাস নগরী থেকে উড্ডয়ন করে। পরে সন্ধ্যা ৬টার দিকে বিমানটির সঙ্গে কন্ট্রোলরুমের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বিমানটিতে ১৭ ক্রু সদস্য এবং ২১ জন যাত্রী ছিলেন। তারা অ্যান্টার্কটিকায় অবস্থিত চিলির সেনাঘাঁটিতে রসদ নিয়ে যাচ্ছিলেন।

চিলির বিমান বাহিনীর তরফ থেকে আরও জানানো হয়েছে যে, নিখোঁজ বিমান ও এর আরোহীদের খোঁজে উদ্ধার ও তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিমানটিতে থাকা তিন আরোহী বেসামরিক নাগরিক।

 
Electronic Paper