ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পৃথিবীতেই নরকের দ্বার

ডেস্ক রিপোর্ট
🕐 ১২:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ০৮, ২০১৯

ছবিটি পৃথিবীর ‘নরকের দ্বার’ হিসেবে পরিচিত। পশ্চিম এশিয়ার দেশ তুর্কমেনিস্তানের মরুভূমিতে এর অবস্থান। এটি মূলত এক বিশাল গর্ত যার মুখ থেকে সব সময়ই আগুন জ্বলে। ধু-ধু মরুভূমিতে প্রায় ২০ মিটার গভীরতা সম্পন্ন রহস্যময় গর্ত এটি। জানা যায়, প্রায় ৫০ বছর ধরে একটানা আগুন জ্বলছে সেখানে।

অনেক গবেষণার পরও বিজ্ঞানীরা এর ব্যাখ্যা না দিতে পারলেও বেশির ভাগের মতে, সালফার, মিথেনসহ বেশ কিছু গ্যাসের কারণেই মূলত এই আগুনের সৃষ্টি। সন্ধ্যা নামতেই অনেক দূর থেকেও এই আগুনের লেলিহান শিখা চোখে পড়ে।

স্থানটি নরকের দ্বার হিসেবে পরিচিত বলেই রহস্যময় এই জায়গায় ঘুরতে আসে বিভিন্ন দেশের উৎসাহী পর্যটক। এছাড়া ওই অঞ্চলের অন্যতম আয়ের উৎস এই নরকের দ্বার।

 
Electronic Paper