ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বঙ্গবন্ধু পাচ্ছেন ডক্টর অব ল সম্মাননা

ঢাবি প্রতিনিধি
🕐 ৯:০৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ০৮, ২০১৯

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ডক্টর অব ল’ সম্মাননা দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। ঢাবির আইন বিভাগের সাবেক ছাত্র হওয়ায় তাকে এ সম্মাননা দেওয়া হবে বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। আগামী বছর মুজিববর্ষে এ সম্মাননা দেওয়া হবে।

ঢাবির ৫২তম সমাবর্তন উপলক্ষে গতকাল শনিবার আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ঢাবির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ কথা জানিয়েছেন। উপাচার্য বলেন, মুজিববর্ষের কর্মসূচি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ডক্টর অব ল’ সম্মাননায় ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছি। আগামী বছর একটি তারিখ ঠিক করে তাকে এ সম্মাননা দেওয়া হবে।

বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে চতুর্থ শ্রেণির কর্মচারীদের অধিকারের জন্য আন্দোলন করেন। কোনো কারণ দর্শানোর নোটিস ছাড়া ১৯৪৯ সালে তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছিল। ২০১০ সালের ১৪ আগস্ট ৬১ বছর পর তার বহিষ্কারাদেশ তুলে নেয় সিন্ডিকেট ফোরাম।

 
Electronic Paper