ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

এসএ গেমসে তৃতীয় ম্যাচেও জয়, ফাইনালে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
🕐 ৩:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ০৭, ২০১৯

দক্ষিণ এশিয়ান গেমসের ১৩তম আসরে নিজেদের তৃতীয় ম্যাচেও জিতল বাংলাদেশ অনুর্ধ-২৩ দল। বাংলাদেশের ছুড়ে দেওয়া ১৫৬ রানের টার্গেটে খেলতে নামা নেপাল ১১১ রানে থেমে গেলে ৪৪ রানে জয় পায় টাইগাররা। ফলে এক ম্যাচ হাতে রেখে ফাইনাল নিশ্চিত করল সৌম-শান্তরা।

বাংলাদেশের দেয়া ১৫৬ রানের লক্ষ্যে শুরুতেই ধাক্কা খায় নেপাল। দলীয় ১৪ রানের মাথায়ই সাজঘরে ফিরে নেপালের তিন ব্যাটসম্যান। শুরুর এই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি নেপাল। শেষ অবধি তারা ১১১ রান করতে সক্ষম হয়। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন মাল্লা।

বাংলাদেশের পক্ষে দুইটি করে উইকেট নেন সুমন খান, তানভীর ইসলাম, সৌম্য সরকার এবং মেহেদী হাসান।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১৫৫ রান।

শুরুতেই নেপালের দাপুটে অলরাউন্ডার পরশ খাড়কার বোলিং নৈপুণ্যে চাপে পড়ে বাংলাদেশ। দলীয় সাত রানেই ওপেনার নাঈম শেখকে হারায় বাংলাদেশ। এরপর সৌম্যকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন অধিনায়ক শান্ত।

কিন্তু মাত্র ৬ রানে সৌম্যের বিদায়ের পর আরো চাপে পড়ে টাইগাররা। এর মধ্যে শূন্য রানে সাইফ হাসানের বিদায়। পরে আফিফকে নিয়ে শান্তর জুটি টাইগারদের লড়াইয়ের সংগ্রহ এনে দেয়। সাজঘরে ফেরার আগে ৬০ বলে ৭৫ রান করেন শান্ত। আর মাত্র ২৮ বলে ৫২ রানের কার্যকরী ইনিংস খেলেন আফিফ।

 

 
Electronic Paper