ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মঞ্চ

মঞ্চে লোক নাট্যদলের ‘সোনাই মাধব’

বিনোদন প্রতিবেদক
🕐 ১:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ০৭, ২০১৯

ময়মনসিংহ গীতিকা অবলম্বনে বাংলাদেশের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন ‘লোক নাট্যদল’ প্রযোজনা করেছে পদাবলী কীর্তন ও যাত্রার সমন্বয়ে তৈরি নাটক ‘সোনাই মাধব’। শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ‘সোনাই মাধব’ নাটকের প্রদর্শনী বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে অনুষ্ঠিত হয়।

‘সোনাই মাধব’ নাটকের পরিকল্পনা, সংগীত পরিচালনা ও নির্দেশনায় নাট্যজন লিয়াকত আলী লাকী। তার অনুভূতি জানিয়ে বলেন, ‘পদাবলি কীর্তন আমাদের দেশের একটি প্রাচীন নাট্যকর্ম। সংগীতের মাধ্যমে অভিনয় শিল্পীরা পালার কাহিনীকে এগিয়ে নিয়ে যায়। চারদিকে উপবেশিত দর্শকদের মাঝখানে এই পালা মঞ্চস্থ হয়। কিন্তু এই পালায় আলাদা কোনো মঞ্চ প্রয়োজন হয় না। দর্শকরা মাটিতে উপবেশন করে এবং পালাও মাটিতেই অভিনীত হয়।’

পদাবলি কীর্তনের মতো সংগীতের মাধ্যমে কাহিনী বর্ণিত হলেও সঙ্গে যুক্ত করা হয়েছে নৃত্য। নব্বই দশকের গোড়ার দিকে নিরীক্ষাধর্মী এই পালাটি মঞ্চস্থ করা হয় এবং প্রদর্শিত হয় ৭৬টি রজনিতে। সেখানে মেয়েদের চরিত্রে ছেলেদের দিয়ে অভিনয় করানো হয়। এবারে নারীদের চরিত্রে নারীরাই অভিনয় করছে।

 
Electronic Paper