ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বেরিয়েছে ‘ছোটদের সময়’

ইচ্ছে ডানা ডেস্ক
🕐 ১০:৪০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ০৭, ২০১৯

বের হয়েছে ছোটদের সময়-এর গল্প সংখ্যা। ঝকঝকে প্রচ্ছদ আর তোমাদের প্রিয় লেখকদের লেখা দিয়ে সাজানো হয়েছে এবারকারের মজার সংখ্যাটি।

তোমাদের জন্য ছড়া-কবিতা লিখেছেন-হাবীবুল্লাহ সিরাজী, আসলাম সানী, পিয়াস মজিদ। এ সংখ্যায় গল্প লিখেছেন- আল মাহমুদ, ফরিদুর রেজা সাগর, আলম তালুকদার, ফারুক নওয়াজ, রহীম শাহ, আমীরুল ইসলাম, ফারুক হোসেন, খালেদ হোসাইন, ফজলে আহমেদ, বিএম বরকতউল্লাহ্, রেজাউল করিম খোকন, নজরুল ইসলাম নঈম, মানজুর মুহাম্মদ, আশরাফুন্নেছা দুলু, শামীমা জাফরিন, মোরশেদ কমল, শাহনেওয়াজ চৌধুরী, অদ্বৈত মারুত, ওমর বিশ্বাস, মনসুর আজিজ, অরুণ কুমার বিশ্বাস, আহমেদ সাব্বির, অরণ্য প্রভা, প্রিন্স আশরাফ, দেওয়ান আজিজ, জসীম আল ফাহিম, শিবুকান্তি দাশ, আখতারুল ইসলাম, রণজিৎ সরকার, আবিদ আজম।

এ সংখ্যায় সাক্ষাৎকার নেওয়া হয়েছে- শিশুসাহিত্যিক আমীরুল ইসলামের। ছোটদের লেখায় আছে- প্রকৃতি মঈনুদ্দীন পদ্ম-এর ছড়া। পাঠ-বিবেচনায় গত সংখ্যা নিয়ে লিখেছেন- তপন বাগচী। প্রচ্ছদ করেছেন- শিল্পী রজত। সংখ্যাটির মূল্য ১০০ টাকা। সংখ্যাটি পাওয়া যাবে- পাঠক সমাবেশ, শাহবাগ; এবং বাতিঘর বিশ্বসাহিত্য কেন্দ্রে। যোগাযোগ : ০১৯১১-১৩১২৮১।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper