ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পুরো গ্রামই হোটেল

ডেস্ক রিপোর্ট
🕐 ১১:৩০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ০৬, ২০১৯

সবুজে ছাওয়া পাহাড়ি উপত্যকায় অবস্থিত দক্ষিণ সুইজারল্যান্ডের ছোট্ট গ্রাম করিপো। পাহাড়ের ওপর থেকে দেখলে মনে হবে ঠিক যেন রূপকথার রাজ্য। কিন্তু কঠিন বাস্তবতার মুখোমুখি হচ্ছে এ পুরো গ্রামই হোটেল সৌন্দর্য। খুব শিগগিরই পুরো গ্রামটাই হয়ে যাচ্ছে হোটেল।

একসময় এখানে তিনশর মতো মানুষ বসবাস করলেও বর্তমানে তা নেমে এসেছে মাত্র ১২ জনে। এর মধ্যে ১১ জনের বয়স পঁয়ষট্টির ওপর। একসময় খামারের কাজে মুখরিত থাকত গ্রামটি। বর্তমানে অর্থনৈতিক কর্মকাণ্ড চালিত হয় হোটেল ব্যবসাকেন্দ্রিক। যাকে বলা হচ্ছে, সুইজারল্যান্ডের প্রথম আলবার্গো ডিফুসো বা বিক্ষিপ্ত হোটেল।

একটি স্থানীয় ফাউন্ডেশনের আওতায় এই হোটেল ব্যবসা পরিচালিত হচ্ছে। যার প্রথম কটেজটি উন্মুক্ত হয়েছে গত জুলাইয়ে। আর পুরোপুরি চালু হবে ২০২০ সালের ইস্টারে।

এ ধরনের ব্যবসা লাভজনক, তা ইতোমধ্যে ইতালিতেও প্রমাণিত হয়েছিল। সেখানে ৩০টির মতো এমন গ্রাম রয়েছে। যেখানে পর্যটকরা কয়েক শতক পিছিয়ে গিয়ে গ্রামীণ আবহে নিজেদের আবিষ্কার করেন। সঙ্গে থাকে সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী আয়োজন।

 
Electronic Paper