ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

অবশেষে মুখ খুললেন ইলিয়াস কাঞ্চন

নিজস্ব প্রতিবেদক
🕐 ১১:২৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ০৬, ২০১৯

নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে যারা অপমান করেছেন, তাদের উদ্দেশে এবার তিনি মুখ খুলেছেন। তিনি অপমানকারীদের উদ্দেশে বলেন, আপনাদের সুবিধার জন্যই এই আইন করেছি। এতে আপনাদের সুরক্ষার ব্যবস্থা রয়েছে।

সম্প্রতি রাজধানীর কাকরাইলে ‘নিরাপদ সড়ক চাই’-এর কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পরিবহন শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, দেশে নারী নির্যাতন, ধর্ষণসহ অনেক কিছুর জন্যই মামলা হয়। কিন্তু এক্ষেত্রে আপনার বিরুদ্ধে কি মামলা হবে? হবে না, কারণ আপনি এসব করেননি। সড়ক পরিবহন আইনেও তাই আছে, আপনি যদি অন্যায় না করে থাকেন, আপনার বিরুদ্ধে মামলা হবে না। ইলিয়াস কাঞ্চনের আন্দোলনের সূত্রে নতুন সড়ক নিরাপত্তা আইন কার্যকরের পর ধর্মঘটকারী বাস-ট্রাকের শ্রমিকরা তার কুশপুত্তলিকা দাহ করে।

ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়াসহ তার ছবি অসম্মানজনকভাবে রাস্তায় ঝুলিয়ে রাখা হয়। এসব নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হয়।

 
Electronic Paper