স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামীন-উদ দৌলা জানান, পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কলা বোঝাই একটি পিকআপভ্যান ঘটনাস্থলে মা-মেয়েকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসকর্মীরা মৃতদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
তিনি আরও জানান, নিহতরা মা-মেয়ে বলে ধারণা করছে পুলিশ। তবে এখন পর্যন্ত তাদের নাম ঠিকানা জানা যায়নি। মরদেহ দুটি বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। ঘাতক ট্রাকটিকে পুলিশ আটক করেছে।