ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

তাড়াশে ঘর পেল ২০ পরিবার

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
🕐 ৯:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ০৪, ২০১৯

সিরাজগঞ্জের তাড়াশে দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের আওতায় গৃহহীন ২০টি পরিবার নতুন ঘর পেয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এ প্রকল্পটি বাস্তবায়ন করে। আর কাজের তদারকি করেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ওবায়দুল্লাহ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নুর মামুন।

পৌর শহরের শামসুল ইসলাম মধু বলেন, এত সুন্দর, মনোরম দুর্যোগ সহনীয় বাসগৃহ পেয়ে আমি অনেক খুশি। থাকার মত কোনো ঘর ছিল না, ছেলে-মেয়েদের নিয়ে থাকতে অনেক কষ্ট হয়েছে। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দয়ায় এ ঘর পেয়েছি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নুর মামুন জানান, সঠিক তদারকির মাধ্যমে প্রধানমন্ত্রীর দেওয়া বাসগৃহগুলো নির্মাণ করা হয়েছে। যারা ঘর পেয়েছেন তারা খুবই খুশি হয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ওবায়দুল্লাহ বলেন, কাজগুলো অত্যন্ত সুন্দরভাবে করা হয়েছে। এমন মহতি উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রীর জন্য উপকারভোগীরা দোয়া করেছেন।

 
Electronic Paper