ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

বাংলা ভাষা ও সাহিত্য

আবু সাঈদ
🕐 ১২:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ০৩, ২০১৯

সরকারি-বেসরকারিসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, তথ্য ও প্রযুক্তি বিজ্ঞান এবং সাধারণ জ্ঞানের ওপর প্রশ্ন হয়ে থাকে। আজ বাংলা সাহিত্যবিষয়ক কিছু প্রশ্ন জেনে নিই

১. নেই আঁকড়া- বাগধারাটির অর্থ কী?
ক. হতভাগ্য
খ. একগুঁয়ে
গ. কপটাচারী
ঘ. নিষ্ক্রিয় দর্শক
২. ‘অল’ প্রত্যয়যুক্ত শব্দের ব্যতিক্রম উদাহরণ কোনটি?
ক. ভি + অল = ভয়
খ. হন্ + অল = বধ
গ. ক্ষি + অল = ক্ষয়
ঘ. জি + অল = জয়
৩. ‘খাসমহল’ শব্দের ‘খাস’ কোন উপসর্গ?
ক. হিন্দি খ. ইংরেজি
গ. ফারসি ঘ. আরবি
৪. কোনটি নিত্য সমাসের উদাহরণ?
ক. আমরা খ. প্রত্যুত্তর
গ. অনুতাপ ঘ. প্রবচন
৫. পুরুষ সিংহের ন্যায় = পুরুষসিংহ- এটি কোন কর্মধারয় সমাসের উদাহরণ?
ক. রূপক খ. উপমিত
গ. উপমান ঘ. মধ্যপদলোপী
৬. বচনবাচক শব্দের আগে বসে কোনটি?
ক. খানা খ. টুকু
গ. গোটা ঘ. পাটি
৭. এটাই করিমদের বাড়ি- এখানে কোন নিয়মে বহুবচন হয়েছে?
ক. দ্বিত্ব প্রয়োগে
খ. প্রত্যয়যোগে
গ. বিশেষ নিয়মে
ঘ. পদযোগে
৮. কোনটি অর্থ পোয়া অংশ?
ক. সাড়ে খ. পৌনে
গ. আড়াই ঘ. দেড়
৯. বিভক্তিযুক্ত পদের দু’বার ব্যবহারকে কোন দ্বিরুক্তি বলে?
ক. পদাত্মক
খ. ধ্বন্যাত্মক
গ. শব্দের
ঘ. অনুকার
১০. বাংলা ভাষার ক্ষেত্রে সংস্কৃত ব্যাকরণের লিঙ্গান্তরের নিয়ম মানা হয় না কোন পদে?
ক. অব্যয় খ. সর্বনাম
গ. বিশেষ্য ঘ. বিশেষণ
১১. কোনগুলো ‘ষ’-ত্ব বিধানের উদাহরণ?
ক. ত্রিনয়ন, সর্বনাম
খ. করিস, দেশী
গ. পোষাক মাস্টার
ঘ. আষাঢ়, ঊষা
১২. আরবি, ফারসি, ইংরেজি ইত্যাদি ভাষা থেকে আগত শব্দে ‘ষ’ হয় না- এ বিধান অনুসারে কোন বানানটি শুদ্ধ নয়?
ক. পোশাক খ. আগস্ট
গ. পোস্ট ঘ. ষ্টেশন
১৩. ট-বর্গীয় ধ্বনির আগে কোনটি ব্যবহুত হয়?
ক. ন খ. ন্ন গ. ণ ঘ. না
১৪. কোনটি স্বভাতই ‘ণ’-এর উদাহরণ?
ক. কণিকা খ. হরিণ
গ. ঋণ ঘ. উষ্ণ
১৫. ‘ই’ কারান্ত ও ‘উ’ কারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে কী হয়?
ক. ‘স’ হয় খ. ‘উ’ হয়
গ. ‘ষ’ হয় ঘ. ‘ই’ হয়
১৬. কৃপণ, হরিণ, অর্পণ, এগুলো কীসের উদাহরণ?
ক. ষ-ত্ব বিধানের
খ. পদান্বয়ী অব্যয়ের
গ. ণ-ত্ব বিধানের
ঘ. র-ত্ব বিধানের
১৭. নিচের কোন শব্দটিতে কোন নিয়ম ছাড়া স্বভাবতই ‘ণ’ ব্যবহার হয়?
ক. বিপণী খ. রুক্ষিণী
গ. হরিণ ঘ. উষ্ণ
১৮. নিচের কোনগুলোতে স্বভাবতই ‘ণ’ হয়?
ক. রামায়ণ, আপণ, লক্ষ্মণ
খ. উষ্ণ, লুণ্ঠন, পুণ্য
গ. বর্ণ, বাণী, পানি
ঘ. পণ্য, মণ, বিপণী
১৯. অ, আ ভিন্ন অন্য স্বরধ্বনির পর ষ-এর প্রয়োগ হলে তা কী হয়?
ক. পরিবর্তিত হয়
খ. বিকৃত হয়
গ. অবিকৃত থাকে
ঘ. অন্য ‘শ’-এর ব্যবহার হয়
২০. ণ-ত্ব ও ষ-ত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক. শব্দতত্ত্ব খ. অর্থতত্ত্ব
গ. ধ্বনিতত্ত্ব ঘ. পদক্রম

আবু সাঈদ
২৭তম বিসিএস, প্রশাসন।

উত্তর : ১খ, ২খ, ৩ঘ, ৪ক, ৫খ, ৬গ, ৭গ, ৮খ, ৯ক, ১০ঘ ১১ঘ, ১২ঘ, ১৩গ, ১৪ক, ১৫গ, ১৬গ, ১৭ক, ১৮ঘ, ১৯গ, ২০গ।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper