ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বিহারে হেলমেট পরে পেঁয়াজ বিক্রি

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ২:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ০১, ২০১৯

প্রতিবেশী দুই দেশ বাংলাদেশ-ভারতে পেঁয়াজ নিয়ে নানা কা- দেখা যাচ্ছে। নিরাপত্তাজনিত কারণে ভারতের বিহার রাজ্যে হেলমেট পরে সরকারি কর্মকর্তাদের পেঁয়াজ বিক্রি করতে দেখা গেল।

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন গতকাল শনিবার এক প্রতিবেদনের জানায়, ভারতজুড়ে কিছুদিন আগেও ৬০ টাকা কেজি দরে বিক্রি হলেও তা কোথাও কোথাও ১০০ টাকার বেশি। এই পরিস্থিতিতে কমমূল্যে সীমিত পরিমাণ পেঁয়াজ বিক্রি করছে বিহার প্রশাসন।

বিহারের পাটনাতেও মাত্র ৩৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করছে স্টেট কোঅপারেটিভ মার্কেটিং ইউনিয়ন লিমিটেড। কিন্তু, তা বিক্রির সময় যাতে জনরোষের শিকার না হতে হয় তার জন্য মাথায় হেলমেট পরে কাজ করছেন ওই সংস্থার কর্মীরা।

যার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট হতেই হাসির রোল উঠে নেটদুনিয়ায়। গতকাল শনিবার সকালে বিহারের স্টেট কোঅপারেটিভ মার্কেটিং ইউনিয়ন লিমিটেডের অফিসের সামনে মাথায় হেলমেট পরে পেঁয়াজ বিক্রি করেন সরকারি প্রতিনিধিরা।

 
Electronic Paper