ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ক্রিকেট ব্যাট দিয়ে ঢামেক কর্মচারীকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
🕐 ১২:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ০১, ২০১৯

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আমির হোসেন (৫০) নামের এক পিয়নকে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রোববার সকাল পৌনে ৭টার দিকে হাসপাতালের বহির্বিভাগের ফটকে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আমির হোসেন শরীয়তপুর জেলার জাজিরার মৃত কোরবান আলী ছেলে। তিনি ঢাকা মেডিকেলের কিডনী বিভাগের পিয়ন।

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ইবরাহীম নামের একজনকে আটক করা হয়েছে। এছাড়াও থানায় মামলার প্রস্তুতি চলছে। লাশ ঢাকা মেডিকেল মর্গে রয়েছে।

ইবরাহীমের বাবা পিআইডব্লিউতে চাকরি করেন। ধূমপান করা নিয়ে ইবরাহীম ও আমির হোসেনের মধ্যে দ্বন্দ্ব চলছিল। ইবরাহীমের ধূমপান করার তথ্য তার বাবাকে আমির হোসেন দিয়েছেন বলে দোষারুপ করতেন ইবরাহীম। এ নিয়ে সকালে শহীদ মিনারের পাশে ইবরাহীম ও আমির হোসেনের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল।

এক পর্যায়ে ইবরাহীমের সঙ্গে থাকা ক্রিকেট ব্যাট দিয়ে আমির হোসেনের মাথায় আঘাত করেন। সঙ্গে সঙ্গে আমির হোসেন মাটিতে পড়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন বলেও জানান শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান।

 

 
Electronic Paper