ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জাল বদলে দিচ্ছে ভাগ্যের চাকা

কিশোরগঞ্জ প্রতিনিধি
🕐 ১২:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৯

মাছ ধরার উপকরণ হিসেবে জাল অন্যতম হলেও জাল পরিবর্তন করে দিতে পারে অনেকের ভাগ্যের চাকা। এনে দিতে পারে অর্থনৈতিক সফলতা। হয়ে উঠতে পারেন স্বাবলম্বী। আর তাই লক্ষ্য করা গেছে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের উত্তর মুমুরদিয়া গ্রামে। উত্তর মুমুরদিয়া গ্রামের দুইশ যুবক মাছ ধরার জাল এর মাধ্যমে নিজেদের ভাগ্য নিজেরাই গড়ে নিচ্ছেন।

জাল মেরামতকারী শরিফ মিয়া জানান, তিনি নিজে জালের মালিক। এরকম তিনটি জাল রয়েছে তার। একেকটি জালের মূল্য ২০ হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত। প্রতিটি জালের ভাড়া বাবদ ২০০ বা ৩০০ টাকা পেয়ে থাকেন প্রতিবার ব্যবহার বাবদ। আর জাল দিয়ে যারা মাছ ধরেন তারা ৩০০ বা ৪০০ টাকা করে পেয়ে থাকেন মজুরি বাবদ। প্রতিদিন ভোর বেলা বেড়িয়ে পড়েন ৪ জন, ৫ জন, ৬ জন অথবা ১০ জনের একটি দল।

যুবক রফিক মিয়া জানান, আমাদের একটা সমিতি আছে। উপজেলা মৎস্য অফিস থেকে মাঝে মাঝে আমরা ট্রেনিং পাই। যদি আমাদের জাল থাকতো তবে হয়ত জালের ভাড়াটা দিতে হতো না।

কটিয়াদী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ ঘোষ জানান, সরকারি উদ্যোগে তাদের জন্য কিছু করা যায় কিনা, সেই চেষ্টা করা হবে।

 
Electronic Paper