ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

চা শ্রমিকদের মতবিনিময়

৩০০ টাকা মজুরি দাবি

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
🕐 ৬:১২ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৯

মৌলবীবাজারের কমলগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ১০২ টাকা থেকে ৩০০ টাকা দৈনিক মজুরি ঘোষণা করার দাবি জানিয়েছেন চা শ্রমিকরা। তারা বলেন, ১০২ টাকা মজুরি দিয়ে চা বাগানের পাঁচ থেকে সাত সদস্যের পরিবার চালানো সম্ভব হচ্ছে না।

শুক্রবার সকালে উপজেলার শমশেরনগরস্থ সাংবাদিক সমিতির কার্যালয়ে মতবিনিময় সভায় চা শ্রমিক নেতা সীতারাম বীন লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, ‘বাংলাদেশে চা শিল্পে নিয়োজিত চা শ্রমিকরা যুগ যুগ ধরে অবহেলিত।

চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি করায় ১০১৮ সালের ৬ অক্টোবর চুক্তি মোতাবেক চা শ্রমিকদের ৮৫ টাকা থেকে মাত্র ১৭ টাকা বৃদ্ধি করে এ ক্লাস চা বাগানে ১০২ টাকা নির্ধারণ করা হয়। আর বি ও সি ক্লাস চা বাগানে মজুরি আরও কিছুটা কম।

মজুরি চুক্তির মেয়াদ শেষ হওয়ার ২০ মাস পর এ মজুরি বৃদ্ধি করা হয়। কিন্তু বর্তমান সময়ে ১০২ টাকা মজুরিতে চা বাগানে কর্মরত শ্রমিকরা পাঁচ, সাত সদস্যের পরিবার নিয়ে জীবন ধারণ করা সম্ভব হচ্ছে না।

 
Electronic Paper