ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

শিশু-বৃদ্ধাসহ সড়কে হত ১১

ডেস্ক রিপোর্ট
🕐 ১০:১২ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৯

সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১১ জন। বুধবার দিনাজপুর, কিশোরগঞ্জ ও গাইবান্ধায় দুজন করে; ব্রাহ্মণবাড়িয়া, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, নওগাঁ ও সাতক্ষীরায় একজন মারা গেছেন। প্রতিনিধিদের পাঠানো খবর-

দিনাজপুরে দুই যুবলীগকর্মী নিহত : দিনাজপুরের চিরিরবন্দরে বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবলীগ কর্মী আশিকুর রহমান (৩৫) ও দেবেশ চন্দ্র (৩০) নামে দুজন নিহত হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে চিরিরবন্দর উপজেলার ভিয়েল ইউনিয়নের খেড়খাটি গ্রামে কাঁকড়া নদী থেকে বালুবাহী ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশিকুর রহমান চিরিরবন্দর উপজেলার জয়পুর গ্রামের ওসমান গণির পুত্র ও নিহত দেবেশ চন্দ্র খেরখাটি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

ব্রাহ্মণবাড়িয়ায় নিহত ১ : ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া-চান্দুরা সড়কে সিঙ্গারবিল এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হানিফ মিয়া (৩৫) নামে এক অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। গতকাল সকালে সিঙ্গারবিল এলাকায় এ ঘটনা ঘটে।

সিরাজগঞ্জে লেগুনাচাপায় শিশু নিহত : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার লঙ্গা-হাটিকুমরুলের আঞ্চলিক রাস্তা পারাপারের সময় চড়িয়া উজির সাওপাড়া এলাকায় লেগুনাচাপায় শিশু মারিয়া খাতুন (৩) নিহত হয়েছে। গতকাল সকাল সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে।

গাইবান্ধায় পৃথক দুর্ঘটনায় নিহত ২ : গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ি উপজেলায় গতকাল পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। পলাশবাড়িতে গাইবান্ধা-পলাশবাড়ি সড়কে গড়েয়া ব্রিজ এলাকায় ঢাকা থেকে গাইবান্ধাগামী বাসের হেলপার নাজিম মিয়া (২০) বাসের দরজা থেকে অসাবধানতাবশত পড়ে গিয়ে চাকায় পিষ্ট হয়ে মারা যান।

অন্যদিকে, গোবিন্দগঞ্জ উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কের ফাঁসিতলা এলাকায় সড়ক পার হওয়ার সময় রংপুরগামী একটি ট্রাক তোজাম্মেল হোসেনকে (৬৫) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ময়মনসিংহে মোটরসাইকেলচাপায় বৃদ্ধার মৃত্যু : ময়মনসিংহের গৌরীপুরে মোটরসাইকেলের চাপায় হোসনে বানু (৮০) নামে স্থানীয় এক পথচারী বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় গৌরীপুর-কলতাপাড়া সড়কে গুঁজিখায় এ দুর্ঘটনা ঘটে।

নওগাঁয় ভ্যানচালকের মৃত্যু : নওগাঁর মান্দায় বিআরটিসি বাসের ধাক্কায় এক চার্জার ভ্যানচালক নিহত হয়েছেন। বুধবার বিকাল পৌনে ৫টার দিকে গণেশপুর ইউপির শ্রীরামপুরের ঋষিপাড়ায় দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি কাঁশোপাড়া ইউপির সিংগীহাট-পাইকপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে দুলাল হোসেন (২৮)।

সাতক্ষীরায় ভ্যানচালক নিহত : সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আবুল বাশার (৩৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে সদরের আলিপুর হাটখোলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক আশাশুনি উপজেলার বুধহাটা গ্রামের বেউলা শ্বেতপুর গ্রামের নূর হোসেন গাইনের ছেলে।

কিশোরগঞ্জে নিহত ২ : কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় মাইক্রোবাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ও দুইজন। গতকাল বিকালে মাইজহাটিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কটিয়াদী উপজেলার কাচারীপাড়া গ্রামের শুকলাল রবিদাসের ছেলে বিগন রবিদাস (২৭) ও পাকুন্দিয়ার মাইজহাটি গ্রামের সুবেদ আলীর ছেলে আল আমিন (৩৫)।

 
Electronic Paper