ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আদায় ২০১৬ কোটি টাকা

আয়কর মেলা শেষ হচ্ছে আজ

অর্থনৈতিক প্রতিবেদক
🕐 ১০:২৯ পূর্বাহ্ণ, নভেম্বর ২০, ২০১৯

আয়কর মেলার ষষ্ঠ দিনে রাজস্ব আহরিত হয়েছে ৩৫৭ কোটি ৭৯ লাখ ৫৫ হাজার ৭৩৪ টাকা। গতকাল মঙ্গলবার পর্যন্ত ছয় দিনে এ নিয়ে আয়কর আহরিত হয়েছে ২০১৬ কোটি ৪৫ লাখ ২১ হাজার ১২০ টাকা। এদিন ১ লাখ ১৯ হাজার ১৪৫টি রিটার্নসহ ছয় দিনে মোট রিটার্ন জমা পড়েছে ৫ লাখ ৩৯ হাজার ৯১০টি। জাতীয় রাজস্ব বোর্ড এসব তথ্য জানিয়েছে। আজ বুধবার শেষ হচ্ছে সপ্তাহব্যাপী এই আয়কর মেলা।

ষষ্ঠ দিনে মেলার প্রাঙ্গণগুলোতে উপচেপড়া ভিড় ছিল। সকাল থেকেই হাজারো আয়করদাতা এবং সেবা গ্রহিতাদের পদচারণায় মুখর হয়ে ওঠে আয়কর মেলা প্রাঙ্গণ। বিকাল ৫টার পরও করদাতাদের দীর্ঘ লাইন ছিল। ফলে নির্ধারিত সময়ের পরও রিটার্ন বুথগুলোতে কার্যক্রম অব্যাহত থাকে।

সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে রিটার্ন জমা দিতে পেরে করদাতাদের মুখে স্বস্তির ছাপ ছিল। মেলায় স্বাচ্ছন্দ্যে রিটার্ন জমা দিতে পেরে করদাতারা আনন্দ প্রকাশ করেন। আয়কর মেলার ইতিহাসে ষষ্ঠ দিন পর্যন্ত এবারই সর্বাধিক সংখ্যক রিটার্ন সংগৃহীত হয়েছে।

রাজস্ব বোর্ড সূত্র জানায়, মেলা শেষ হয়ে আসার প্রেক্ষাপটে আয়কর দাতারা মঙ্গলবার ভিড় জমিয়েছিলেন। আজ হয়তো আরও বাড়তে পারে। নিজ হাতে আয়কর রিটার্ন জমা দেওয়ার সুযোগ হাত ছাড়া করতে চান না। অনেকে চান আয়কর মেলার সময় বৃদ্ধি হোক। তবে এখন পর্যন্ত রাজস্ব বোর্ড এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

 

 
Electronic Paper