ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বলিভিয়ায় বিক্ষোভে বাড়ছে নিহতের সংখ্যা

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ৭:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৯

লাতিন আমেরিকার দেশ বলিভিয়ায় রাজনৈতিক অস্থিরতায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩। রোববার ইন্টার-আমেরিকান কমিশন অন হিউম্যান রাইটস (আইএসিএইচআর) এ তথ্য জানায়।

এর আগে গত শুক্রবার বলিভিয়ার মধ্যাঞ্চলে সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের সমর্থক কোকাচাষিদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে অনন্ত ৯ জন নিহত হয়েছেন। শনিবারও চারজন নিহত হয়েছেন।

রয়টার্স বলছে, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইভো মোরালেস নিজেই কোকাচাষি ছিলেন এবং সেখান থেকেই ক্যারিশমাটিক নেতায় পরিণত হন। তিনি ক্ষমতাচ্যুত হলেও তার সমর্থনে দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে কোকাচাষিরা লড়াই করেন যাচ্ছে।

বলিভিয়ার কোচাবামবা নগরের ন্যায়পাল নেলসন কক্স জানিয়েছেন, এ ঘটনায় নিহতদের সবাই গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের অধিকাংশ গুলিবিদ্ধ হয়ে কোকা চাষের অঞ্চলের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

 
Electronic Paper