ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সনদ পেল নিজের বাল্যবিয়ে বন্ধ করা তিন ছাত্রী

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
🕐 ৪:২০ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৯

নাটোরের গুরদাসপুরে নিজের বাল্যবিয়ে নিজেরাই বন্ধ করায় তিন শিক্ষার্থীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে সাহসিকতার সনদ। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলা সদরের চাঁচকৈড় মধ্যমপাড়া শাহিদা কাশেম পৌর উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষার্থীর হাতে সাহসিকতার সনদ ও বঙ্গবন্ধুর আত্মজীবনী বই তুলে দেন ইউএনও তমাল হোসেন।

নিজেদের বাল্যবিয়ে নিজেরাই বন্ধ করে সাহসিকতার পুরষ্কার পাওয়া তিন শিক্ষার্থী ওই বিদ্যালয়ের শাহানুর, রহিমা ও কামরুন্নাহার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান, শাহিদা কাশেম পৌর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিগার সুলতানাসহ শিক্ষক-শিক্ষার্থীরা।

ইউএনও তমাল হোসেন জানান, গত সোমবার বিকেলে শাহিদা কাশেম পৌর উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষার্থী আমাকে ফোন করে তাদের পরিবার থেকে মঙ্গলবার বিয়ে দিবে এবং বিয়ে বন্ধ করার জন্যে বলে। কারণ তারা পড়াশোনা করতে চায়।

পরে মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গিয়ে তিন শিক্ষার্থীর পরিবারের অভিভাবকদের কাছ থেকে ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না মর্মে মুচলেকা নেওয়া হয়।

 
Electronic Paper