ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ইমরুল-সাদমানের পর মিঠুনের বিদায়

ক্রীড়া ডেস্ক
🕐 ১২:০৫ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৯

ভারতীয় ৩ পেসার উইকেটের ঘাস ও আর্দ্রতাও দারুণভাবে কাজে লাগাচ্ছেন। তুলে নিচ্ছেন একের পর এক উইকেট। সর্পিল সুইং আদায় করে নিচ্ছেন উমেশ যাদব। ছন্দময় বোলিং করছেন ইশান্ত শর্মা। বাড়তি গতি তুলছেন মোহাম্মদ শামি। এতে দলীয় ১২ রানে উমেশের শিকার হয়ে ফেরেন ইমরুল কায়েস। এ রেশ না কাটতেই ইশান্তর বলির পাঁঠা হন সাদমান।

পরে মোহাম্মদ মিঠুনকে নিয়ে খেলা ধরার চেষ্টা করছিলেন মুমিনুল হক। তবে তাতে বাদ সাধলেন শামি। মিঠুনকে এলবিডব্লিউর ফাদেঁ ফেলে ফেরালেন তিনি। তাতে চাপে পড়েছেন টাইগাররা। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ৩ উইকেটে ৬২ রান।

এর আগে বৃহস্পতিবার ইন্দোরে টস জিতে আগে ব্যাটিং বেছে নেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। এ নিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন তিনি। ক্যারিয়ারে প্রথম এবং ১১তম অধিনায়ক হিসেবে পথচলা শুরু করেছেন পয়েট অব ডায়নামো।

টসের পর ভারত অধিনায়ক বিরাট কোহলিও জানিয়েছেন, টস জিতলে এই উইকেটে প্রথমে বোলিংই নিতেন। কারণ হিসেবে তিনি বলেন, ‘এই উইকেটে কিছুটা ঘাস রয়েছে। আর ঐতিহাসিকভাবে ইন্দোরে টেস্টের প্রথম দিনটা বোলারদের জন্যই বেশ উপযুক্ত। সুতরাং, টস জিতলেও আমরা বোলিং নিতাম। আমাদের দলে তিন পেসার রয়েছে। এই উইকেটটা তাদের জন্য একেবারেই উপযোগি। একই সঙ্গে তারা রয়েছে খুব ফর্মে। দ্বিতীয় দিন থেকেই এই উইকেটটি আবার ব্যাটিংয়ের জন্য তরতাজা হয়ে উঠবে। এ কারণেই আমরা বোলিংটাই প্রথমে করার চিন্তা করেছিলাম।’

এদিকে ভারত যতটা ছন্দে আছে ততটাই টেস্টে বিবর্ণ অবস্থা বাংলাদেশের। সবশেষ টেস্টে আফগানিস্তানের বিরুদ্ধে চট্টগ্রামে নাকানি-চুবানি খেয়েছে টাইগারারা। প্রকৃতির সুবিধা নিয়েও পঞ্চম ও শেষ দিনে বৃষ্টিভেজা টেস্টে মান বাঁচাতে পারেনি স্বাগতিক শিবির। রশিদদের ঘূর্ণিতে দিশেহারা বাংলাদেশ শেষ পর্যন্ত হেরেই গেছে। এবার মুমিনুলদের সামনে অশ্বিন-জাদেজাদের ঘূর্ণি সামলাবার চ্যালেঞ্জে। তাতে দল কতটুকু উতরাতে পারে সেটাই কার্যত দেখার।

৭ ব্যাটসম্যান ও ৪ বোলার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। দলে জায়গা পেয়েছেন মিডলঅর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন।

টেস্ট র‌্যাংকিং ও শক্তিমত্তায় ভারতের চেয়ে যোজন যোজন পিছিয়ে বাংলাদেশ। আইসিসি র‌্যাংকিংয়ে ১ নম্বরে আছে কোহলি অ্যান্ড কোং। সেখানে ৯ নম্বরে আছেন টাইগাররা।

তবু তাদের হালকাভাবে নিচ্ছেন না মেন ইন ব্লুরা। একাদশে এক পরিবর্তন এনে শক্তিশালী দল গঠন করেছে ভারত। বাঁহাতি স্পিনার শাহবাজ নাদিমের স্থানে ঢুকেছেন ইশান্ত শর্মা। ৩ পেসার ও ২ স্পিনার নিয়ে দল সাজিয়েছে তারা।

বাংলাদেশ একাদশ: ইমরুল কায়েস, সাদমান ইসলাম, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী ও ইবাদত হোসেন।

ভারত একাদশ: রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি ও উমেশ যাদব।

 

 
Electronic Paper