ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সংসদে করজোড়ে ক্ষমা চাইলেন রাঙ্গা

নিজস্ব প্রতিবেদক
🕐 ৯:৪০ পূর্বাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৯

স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেনকে ‘মাদকাসক্ত’ বলায় সংসদে নিঃশর্ত ক্ষমা চাইলেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি একটা ভুল করেছি। এ জন্য এই সংসদে নিঃশর্ত ক্ষমাপ্রার্থী।’

বুধবার সংসদে কার্যপ্রণালির ২৭৪ বিধিতে (ব্যক্তিগত কৈফিয়ত প্রদান) ফ্লোর নিয়ে তিনি এ ক্ষমা প্রার্থনা করেন।

বিরোধীদলীয় চিফ হুইপ রাঙ্গা বলেন, ‘আমি একটা ভুল করেছি। এ জন্য আমি নূর হোসেনের পরিবারের কাছে ক্ষমা চেয়েছি, বিবৃতিও দিয়েছি। তবে আমি বঙ্গবন্ধুকে নিয়ে কোনো আপত্তিকর মন্তব্য করিনি। এই সংসদে দাঁড়িয়ে অজস্রবার জয়বাংলা বলেছি, অজস্রবার জাতির পিতা বলেছি। জাতির পিতা নিয়ে যদি আমি কোনো ভুল বলে থাকি, তার জন্য ক্ষমাপ্রার্থী। নিঃশর্ত ক্ষমা চাচ্ছি।’

তিনি বলেন, ‘আমরা ২০১৪ সালে মহাজোটের সঙ্গে নির্বাচন করেছি। শাজাহানসহ আমি সারা দেশে পরিবহন সচল রাখার জন্য কাজ করেছি। ১৮ দিন আমরা হেলিকপ্টারে ছিলাম। প্রধানমন্ত্রীকে আমি সন্ত্রাসবাজ-দুর্নীতিবাজ বলিনি। বলেছি, বিশ্বজিৎ হত্যা, জেলহত্যার বিচার হয়েছে। ক্যাসিনোরও বিচারও হয়েছে। ১৯৯০ সালের পরে খালেদা জিয়ার সময় কৃষক হত্যার কথা, ২১ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেতাকে হত্যার জন্য গ্রেনেড হামলার কথা বলেছি। এর রেকর্ডও আছে। তারপরও ভুল করলে নিঃশর্ত ক্ষমা চাচ্ছি। বিষয়টি ক্ষমাসুন্দর সৃষ্টিতে দেখবেন।’

রাঙ্গা আরও বলেন, ব্যক্তিগতভাবে মনে করি, আমার দল ক্ষমতায় এলেও মন্ত্রী হতে পারতাম না। প্রধানমন্ত্রী আমাকে মন্ত্রী করেছেন। আমাকে অনেক স্নেহ করতেন, ভালোবাসতেন। তার সঙ্গে আমার এই ভালো সম্পর্কই থাকবে বলে মনে করি। কাউকে কটাক্ষ করে কিছু বলতে চাই না। আমার বলায় ভুল হতে পারে।

এর আগে গত সোমবার শহীদ নূর হোসেনকে মাদকাসক্ত (ইয়াবাখোর) বলে অভিহিত করেন রাঙ্গা। এরপর থেকে দেশজুড়ে রাঙ্গার সমালোচনা শুরু হয়।

 
Electronic Paper