ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আজ শুরু টেস্ট সিরিজ

এবার বড় পরীক্ষা

ক্রীড়া প্রতিবেদক
🕐 ৯:৩৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৯

টি-টোয়েন্টি সিরিজটা হাতের মুঠো থেকে ফসকে গেছে। এগিয়ে থেকেও শেষ অবধি হারতে হয়েছে ২-১ ব্যবধানে। সেই ধকলটা কাটিয়ে ওঠার সুযোগ পর্যন্ত পায়নি বাংলাদেশ। এর মধ্যেই টেস্ট সিরিজের চ্যালেঞ্জ। তাও কোনোরকম প্রস্তুতি ম্যাচ ছাড়াই! আজ ইন্দোরে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারতের দুই ম্যাচের টেস্ট সিরিজ। এই ম্যাচ দিয়ে টাইগারদের অভিযান শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপ মিশন। যা ভারতের শুরু হয়েছে অনেক আগেই। এ মুহূর্তে চ্যাম্পিয়নশিপ তালিকায় সবার উপরে আছেন বিরাট কোহলিরা।

এই কদিনে অনেক কিছুই বদলেছে বাংলাদেশের। কুড়ি ওভারের সিরিজ খেলে কয়েকজন ফিরে গেছেন দেশে। ভারতে দলের সঙ্গে যোগ দিয়েছেন টেস্ট স্কোয়াডে ডাক পাওয়া বাকি ক্রিকেটাররা। এদের মধ্যে আছেন অধিনায়ক মুমিনুল হক সৌরভও। সাকিব আল হাসানের নিষেধাজ্ঞায় মাহমুদউল্লাহর কাঁধে যেমন টি-টোয়েন্টির দায়ভার পড়েছে তেমনি টেস্ট সংস্করণে বাংলাদেশের অধিনায়ক হয়েছেন মুমিনুল।

অধিনায়ক হিসেবে কাল প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করেছেন তিনি। জানালেন কোনো চাপই অনুভব করছেন না।

নেতৃত্ব উপভোগ করার প্রতিশ্রুতি দিলেন। তার মতে শীর্ষ দল ভারতের বিরুদ্ধে বাংলাদেশের হারানোর কিছু নেই। তবে অনেক কিছু প্রাপ্তির সুযোগ আছে।

বলা যতটা সহজ করা ততটাই কঠিন। কারণ এ মুহূর্তে টেস্ট ক্রিকেটে আগুনে ফর্মে আছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত। ঘরের মাঠে রেকর্ড টানা ১১টি টেস্ট সিরিজ জয়ের নতুন রেকর্ড তারা গড়েছে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করে। প্রথম ম্যাচে বিশাল রানের ব্যবধানে হারা প্রোটিয়ারা শেষ দুই টেস্টে হেরেছে ইনিংস ব্যবধানে।

তিন টেস্টে দ্বিশতক হাঁকিয়েছেন ভারতের তিন ব্যাটসম্যান। মায়াঙ্ক আগারওয়াল, কোহলি এবং রোহিত শর্মা। বল হাতে আগুন ঝরিয়েছেন বোলাররাও। এ ছাড়া তিন ম্যাচে ভারত হারিয়েছে মোটে ২৫টি উইকেট। এই অবস্থায় ভারতীয়দের দুবার অলআউট করার স্বপ্ন দেখছে বাংলাদেশ। টাইগারদের স্বপ্ন আর বাস্তবতা মধ্যে ব্যবধান কতটুকু তা বোঝা যাবে প্রথম টেস্টেই।

ভারত যতটা ছন্দে আছে ততটাই টেস্টে বিবর্ণ অবস্থা বাংলাদেশের। সবশেষ টেস্টে আফগানিস্তানের বিরুদ্ধে চট্টগ্রামে নাকানি-চুবানি খেয়েছে টাইগারারা। প্রকৃতির সুবিধা নিয়েও পঞ্চম ও শেষ দিনে বৃষ্টিভেজা টেস্টে মান বাঁচাতে পারেনি স্বাগতিক শিবির। রশিদদের ঘূর্ণিতে দিশেহারা বাংলাদেশ শেষ পর্যন্ত হেরেই গেছে। এবার মুমিনুলদের সামনে অশ্বিন-জাদেজাদের ঘূর্ণি সামলাবার চ্যালেঞ্জে। তাতে দল কতটুকু উতরাতে পারে সেটাই কার্যত দেখার।

সম্ভাব্য একাদশ:
ভারত: রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, রবিন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, উমেশ যাদব, মোহাম্মদ শামি।

বাংলাদেশ: সাদমান ইসলাম, সাইফ হাসান/ইমরুল কায়েস, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি, এবাদত হোসেন/মুস্তাফিজুর রহমান।

 
Electronic Paper