ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

উজ্জ্বল আগমী

সুপ্রিয় কুমার চক্রবর্তী
🕐 ১১:০৮ পূর্বাহ্ণ, নভেম্বর ১১, ২০১৯

প্রিয় পাঠক, প্রিয় ক্যাম্পাসের উজ্জ্বল আগামীতে আপনিও প্রশ্ন করতে পারেন। বিদেশে উচ্চশিক্ষা, স্টুডেন্ট ভিসা, ইমিগ্রেশন, গাইড লাইন, ক্যারিয়ার নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর ও পরামর্শ দিবেন শা অ্যাসোসিয়েটসের সিইও সুপ্রিয় কুমার চক্রবর্তী

ফোন : ০১৭৫০-০৩৭৭৭১,

Email : [email protected]


কানাডায় ইঞ্জিনিয়ারিংয়ের কোন বিষয়ের ওপর পড়লে ভবিষ্যতে চাকরি ও ওই দেশে থাকার ব্যাপারে একটা নিশ্চয়তা পাওয়া যায়?
-লিজা আহমেদ, ব্লক-ডি, ২৪ লালমাটিয়া, ঢাকা।

কানাডায় আপনি ঊহারৎড়হসবহঃধষ, গবপযধহরপধষ, ঝড়ভঃধিৎব, ওহফঁংঃৎরধষ, ইরড়সবফরপধষ ধহফ অবৎড়ংঢ়ধপব ঊহমরহববৎরহম এই বিষয়গুলোর ওপর -ডিগ্রি নিলে ভালো করতে পারবেন । সমগ্র বিশে^ই এই কোর্সগুলোর অনেক ডিমান্ড রয়েছে!

আমেরিকার কোন স্টেট পড়াশোনার জন্য নিরাপদ ও তুলনামূলক খরচ কম?
-মোহাম্মদ আল-আমিন সৈকত, হোমনা, কুমিল্লা।

আমেরিকার পঞ্চাশটি রাজ্যের মধ্যে ক্যালিফোর্নিয়া, বোস্টন, মিয়ামি, শিকাগো, ম্যাচুস্ট্যাস, নিউ জার্সি, ওয়াশিংটন, নিউ হ্যাম্পশায়ার উল্লেখযোগ্য! লেখাপড়ার পরিবেশ, নিরাপত্তা ও খরচ তুলনামূলক কম!

ব্রিটেনের ঘোষিত নতুন শিক্ষা নীতিতে কি বিদেশি ছাত্ররা লেখাপড়া শেষে নাগরিকত্ব পাবে?
-রাজীব সরকার, ষোলঘর, সুরমা-৩৩, সুনামগঞ্জ।

গ্র্যাজুয়েশন শেষে আপনি দুই বছরের পোস্ট ওয়ার্ক পার্মিট পাবেন, তবে স্থায়ীভাবে থাকতে পারবেন কি-না সময় বলে দেবে। কারণ, প্রত্যেকটি দেশের ইমিগ্রেশন পলিসি দ্রুত পরিবর্তনশীল। বর্তমান কোনোকিছুকে বিশ^াস করে ওই দেশে যাবেন না!

 
Electronic Paper