ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ঘূর্ণিঝড় বুলবুল

শাহ আমানতসহ ৪ বিমানবন্দর বন্ধ ঘোষণা

চট্টগ্রাম প্রতিনিধি
🕐 ২:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ০৯, ২০১৯

বুলবুলের কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৯ নভেম্বর) বিকাল ৪টা থেকে আগামীকাল রবিবার সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে বিমানবন্দর। একই কারণে শনিবার বিকেল চারটা থেকে বরিশাল, যশোর ও কক্সবাজার বিমানবন্দরে সবধরনের বিমান ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে।

এ সময় সংকট এড়াতে অপেক্ষাকৃত নিরাপদ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান গণমাধ্যমকে বিষয়টি জানান।

আজ শনিবার দুপুরে চট্টগ্রাম বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার সরওয়ার ই জামান গণমাধ্যমকে চট্টগ্রাম বিমানবন্দর বন্ধ হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (অপারেশন) এয়ার কমোডর খালিদ হাসান বলেন, আমরা আবহাওয়া পর্যবেক্ষণ করছি, আবহাওয়া দেখে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে। যেহেতু চট্টগ্রাম বিমানবন্দর বন্ধ থাকবে সেজন্য সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 
Electronic Paper