ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নভেম্বরেও ডেঙ্গুতে আক্রান্ত সহস্রাধিক

নিজস্ব প্রতিবেদক
🕐 ৯:৪৬ পূর্বাহ্ণ, নভেম্বর ০৮, ২০১৯

নভেম্বরেও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সহস্রাধিক মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। গত সাত দিনে ১ হাজার ৩৯৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বেশি আক্রান্ত হচ্ছে গ্রামে।

বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১৯৮ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৫৭ জনকে ঢাকার বিভিন্ন হাসপাতাল এবং ১৪১ জনকে দেশের অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।

বর্তমানে দেশের হাসপাতালগুলোতে ৭৫২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় চিকিৎসা নিচ্ছেন ৩০৩ জন। রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এ পর্যন্ত ১৭৯টি মৃত্যু পর্যালোচনা করেছে এবং এদের মধ্যে ১১২ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে। এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৭৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

প্রসঙ্গত, সাধারণত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ থাকে। কারণ এ সময়কালে এডিস মশার বিস্তার ঘটে। তবে এবার ডেঙ্গুর প্রকোপ নভেম্বর মাসেও রয়েছে। এখন ঢাকার চেয়ে ঢাকার বাইরে বেশি আক্রান্ত হচ্ছেন।

 
Electronic Paper