ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বিশ্বসেরা জিমন্যাস্ট থেকে নীলতারকা

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ৯:০০ পূর্বাহ্ণ, নভেম্বর ০৮, ২০১৯

নেদারল্যান্ডসের দক্ষিণে গৌডা অঞ্চলে ১৯৮৫ সালের ২৭ ডিসেম্বর জন্ম লাভ করেন আর্টিস্টিক জিমন্যাস্ট ভেরোনা ভ্যান দ্য ল্যর। মাত্র পাঁচ বছরে শুরু করেন জিমন্যাস্টিক্স প্রশিক্ষণ। ১২ বছর বয়সে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন জাতীয় স্তরে।

আর ২০০০ সালে প্রথম আবির্ভাবেই জুনিয়র অল রাউন্ড চ্যাম্পিয়ন হন ভেরোনা। পরের বছর ২০০১ সালে আন্তর্জাতিক মঞ্চ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে পান পাঁচটি পদক।

তিনি-ই ডাচ অল অ্যারাউন্ড উইমেন্স চ্যাম্পিয়ন হন সে বছর। ২০০২ সালে জিমন্যাস্টিক্স বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক পেয়েছিলেন ডাচ আর্টিস্টিক জিমন্যাস্ট ভেরোনা।

সম্প্রতি তিনি জানিয়েছেন, ২০১১ থেকেই তিনি পর্নো ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। ভেরানোর বলেন, অর্থ সংস্থানের জন্য তিনি বাধ্য হয়েছিলেন এই পেশায় আসতে। তবে, এ বছরই নীলজগৎ থেকে বিদায় নেওয়ার কথা জানিয়েছেন ভেরোনা। দুটি ছবির চুক্তি শেষ হওয়ার অপেক্ষায় আছেন তিনি।

 
Electronic Paper