ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নাইমুল আমাদের সন্তানের মতো

খোলা কাগজ ডেস্ক
🕐 ৮:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ০৭, ২০১৯

থামায় মামলা হয়েছে, আদালতে মামলা হয়েছে, মানববন্ধন হয়েছে, ফেসবুক গরম হয়েছে, লেখালেখি হয়েছে, মন্ত্রিসভায় আলোচনা হয়েছে, টকশোতে ব্যাপক আলোচনা হয়েছে, প্রধানমন্ত্রীও বলেছেন, ‘বরদাশত করবেন না।’ কি, এবার খুশি তো আপনারা? বিশেষ করে আমাদের বন্ধুরা। নাকি তদন্তের আগেই ফাঁসি চান আপনারা?

আমরাও চাই সত্যটা বেরিয়ে আসুক। সত্য সবাই জানুক। সেই তদন্ত যেন সততা নিয়ে করা হয়। সঠিকভাবে করা হয়। আর একটি দুর্ঘটনাকে যারা হত্যা বলে চালানোর চেষ্টা করছেন, মিথ্যাচার করেছেন, গল্প তৈরি করেছেন, প্রধানমন্ত্রীর কাছে মিথ্যা তথ্য দিয়েছেন তাদের প্রতি অনুরোধ প্রতিটি দুর্ঘটনায়, হত্যার ঘটনায় আপনারা এমন সরব থাকবেন। শুধু প্রথম আলো বলেই এ ঘটনায় কথা বলতে এতটা আগ্রহী হয়েছেন, তা যেন না হয়। সাগর-রুনির হত্যা নিয়ে যদি আপনারা এতটা সিরিয়াস হতেন তবে সেটাও হয়তো মন্ত্রিসভায় আলোচনা হতো, প্রধানমন্ত্রী নির্দেশ দিতেন, সত্যটা বেরিয়ে আসত!

শোনেন, নাইমুল আবরারের মৃত্যুতে আপনাদের চেয়ে আমাদের কষ্ট কোনো অংশে কম নয়। নাইমুল আমাদের সন্তানের চেয়ে কম নয়। ওর বাবা-মায়ের কষ্ট আমাদের একইভাবে ব্যথিত করেছে। আমরাও চাই সত্য বেরিয়ে আসুক, প্রকৃত ঘটনা মানুষ জানুক।


রোজিনা ইসলাম
সাংবাদিক

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper