ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কর্নেল তাহেরের লিগ্যাসি

খোলা কাগজ ডেস্ক
🕐 ৮:৩১ অপরাহ্ণ, নভেম্বর ০৭, ২০১৯

তাহেরের সঙ্গে যদি জিয়ার ক্যাচাল না হতো, যদি তাহেরকে কেন্দ্র করে জিয়াকে আদালত পর্যন্ত টেনে নেওয়া না যেত, তাহলে মনে হয় না আওয়ামীপন্থিরা তাহেরকে নিয়ে এতটা মাতামাতি করত। তখন সম্ভবত তাদের কাছে তাহেরের একমাত্র পরিচয় হতো এক বিপথগামী বিপ্লবী হিসেবে, যে বঙ্গবন্ধুকে হত্যা করে তার লাশ বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে চেয়েছিল।

অন্যদিকে এখন যেরকম বিএনপিপন্থিরা তাহেরের দোষত্রুটি প্রচার করছে, তাহেরের কেন এমনিতেও মৃত্যুদণ্ড পাওয়ার কথা ছিল, তাহের বেঁচে থাকলে আরও কত বড় স্বৈরাচার হতো, এসব যুক্তি তুলে ধরছে, সেক্ষেত্রে তাদেরও বক্তব্য ভিন্ন হতো। তারা হয়তো তখন তাহেরকে প্রচার করত বিপ্লবী হিরো হিসেবে, যে বাকশালের স্বৈরশাসনের বিরুদ্ধে বিপ্লবকে জনগণকে মুক্তি দিতে চেয়েছিল। ইতিহাস অনেক ক্ষেত্রেই পার্সপেক্টিভের ব্যাপার এবং অনেকক্ষেত্রে প্রচার-প্রচারণার ব্যাপারও। এদিক থেকে ক্রাচের কর্নেল বইটা নিঃসন্দেহে সফল।


মোজাম্মেল হোসাইন
লেখক

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper