ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

তাহসানের শততম নাটক

বিনোদন প্রতিবেদক
🕐 ৮:১৮ পূর্বাহ্ণ, নভেম্বর ০৮, ২০১৯

২০০৪ সালে প্রথম টেলিছবি ‘অফবিট’ এবং পরে ধারাবাহিক নাটক ‘কাছের মানুষ’-এ অভিনয় দিয়ে যাত্রা শুরু জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসানের। এরপর ‘মন ফড়িংয়ের গল্প’, ‘নীলপরী নীলাঞ্জনা’ হয়ে শততম নাটকের সামনে দাঁড়িয়ে তাহসান। ‘মেমোরিজ...কল্পতরু’তে অভিনয়ের মাধ্যমে তার অভিনীত নাটক, টেলিছবির সংখ্যা শতকের কোঠা স্পর্শ করেছে।’

এ বিষয়ে তাহসান বলেন, হঠাৎ একদিন ফেসবুকে দেখি এক ভক্ত আমার নাটক, টেলিছবির সংখ্যা লিখে পাঠিয়েছেন। তালিকায় ৯৭টি নাটক-টেলিছবিতে অভিনয় করেছি, দেখে নিজেও অবাক হয়েছি। এরপর কয়েকজন নির্মাতা প্রস্তাব দেন, অভিনয়ের শতক পূর্ণ করতে আমাকে নিয়ে নাটক নির্মাণ করবেন তারা। সেই পরিকল্পনা অনুযায়ী শততম নাটক মেমোরিজ...কল্পতরু’ কাজ শুরু হয়। এই নাটকের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা গল্প চেয়ে পাঠিয়েছিলাম। সেখান থেকে একটি গল্প নির্বাচন করে শুরু হয় নাটক নির্মাণ। মাবরুর রশীদ বান্না পরিচালিত নাটকটি শিগগিরই ‘ক্লাব ১১’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

 
Electronic Paper