ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

খেলা ডেস্ক
🕐 ৭:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ০৭, ২০১৯

ইতিহাস গড়ার হাতছানি নিয়ে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। এর আগে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে জিতে লিড নিয়েছে টাইগাররা। ইতোমধ্যে বাংলাদেশের হয়ে ব্যাটিংয়ে নেমেছেন লিটন দাশ ও মোহাম্মদ নাঈম শেখ।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাজকোটে চলতি টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে সাতটায় ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এ ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে দু’দল।

দিল্লিতে প্রথম টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে দারুণ এক জয় দিয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। বিপ্লব-মুশফিক-সৌম্যদের দুর্দান্ত নৈপুণ্যে ৭ উইকেটের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা।

আজ জিতলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। উপমহাদেশের প্রথম দল হিসেবে ভারতের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জয়ের কৃতিত্ব দেখাবে মাহমুদউল্লাহর দল।

বাংলাদেশের একাদশ
লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, মোস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম।

ভারতের একাদশ
রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, ঋশভ পন্ত, শিভাম দুবে, ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, দীপক চাহার, খলিল আহমেদ।

 
Electronic Paper