ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

গণিত

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রস্তুতি

ফাতেমা বেগম তমা
🕐 ৩:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ০৭, ২০১৯

প্রশ্ন : পিতা ও কন্যার বয়সের সমষ্টি ৬০ বছর। পিতার বয়স কন্যার বয়সের ৪ গুণ।
ক. কন্যার বয়স কত?
খ. পিতার বয়স কত?
গ. ৪ বছর পর পিতা ও কন্যার বয়সের সমষ্টি কত হবে? ঘ. পিতা ও কন্যার বর্তমান বয়সের ব্যবধান কত?
প্রশ্ন : ১টি গরু ও ৪টি ছাগলের মূল্য একত্রে ৪৫০৮০ টাকা। একটি ছাগলের মূল্য ৪৫৬০ টাকা।

ক. দুটি ছাগলের মূল্য কত?
খ. একটি গরুর মূল্য কত?
গ. একটি গরুর মূল্য এবং একটি ছাগলের মূল্য একত্রে কত?
ঘ. ৩টি গরু ও ৪টি ছাগলের মূল্য একত্রে কত?
প্রশ্ন : আবিদ ও জাবেদের বেতন একত্রে ১৯৯৫০ টাকা। আবিদ অপেক্ষা জাবেদ ২৪৫০ টাকা বেশি পায়।
ক. কী করলে তাদের দুজনের টাকা সমান হবে?
খ. আবিদ ও জাবেদের টাকার পরিমাণ কত?
গ. আবিদ ১৫২৯৯ টাকা দিয়ে একটি মোবাইল কিনতে চাইলে তার আরও কত টাকা লাগবে।
প্রশ্ন : সৈয়দ আলিফ রহমানের মাসিক বেতন ৩৫০৬০ টাকা। তিনি প্রতি মাসে ১৩০০০ টাকা বাড়ি ভাড়া এবং সংসার খরচ বাবদ ১৯৪০০ টাকা ব্যয় করেন। বাকি টাকা ব্যাংকে জমা রাখেন।
ক. আলিফ সাহেব বছরে কত টাকা বেতন পান?
খ. তিনি ৩ মাসে মোট কত টাকা ব্যয় করেন?
গ. তিনি বাড়ি ভাড়া বাবদ বছরে কত টাকা ব্যয় করেন? ঘ. তিনি বছরে কত টাকা সঞ্চয় করেন?
প্রশ্ন : একটি ছাত্রাবাসে ৩০ জন ছাত্রের ১০ দিনের খাদ্য আছে। ওই ছাত্রাবাসে আরও ১০ জন ছাত্র এলো।
ক. ১ জন ছাত্রের ওই খাদ্যে কত দিন চলবে।
খ. ওই খাদ্যে নতুন ছাত্রসহ মোট ছাত্রের কত দিন চলবে?
গ. যদি ৮ জন ছাত্র অন্যত্র চলে যায়, তবে তাদের ওই খাদ্যে কত দিন চলবে?
ঘ. যদি ১ জন ছাত্রের প্রতিদিন ১২০ টাকার খাবার লাগে তবে নতুন ছাত্রের (একত্রে) প্রতিদিন খাবারের খরচ কত?
প্রশ্ন : একটি কারখানায় ৭ দিনে ২৫২০টি সাইকেল তৈরি হয়।
ক. ৪ সপ্তাহে কত দিন।
খ. ৪ সপ্তাহে কতটি সাইকেল তৈরি হবে?
গ. ১টি সাইকেলের দাম ৫০০২ টাকা হলে ‘খ’ হতে প্রাপ্ত মোট সাইকেলের মূল্য কত হবে।
প্রশ্ন : ভাজক ৭৮, ভাগফল ২৫ এবং ভাগশেষ হল ভাজকের এক তৃতীয়াংশ।
ক. ভাগশেষ নির্ণয় কর।
খ. নিঃশেষে বিভাজ্য নয় এই রূপ ক্ষেত্রে ভাজ্য নির্ণয়ের সূত্র লিখ অতঃপর উদ্দীপকের আলোকে ভাজ্য নির্ণয় কর।
গ. ভাজ্য ৮৯০৩, ভাজক ৮৭ এবং ভাগশেষ ২৯ হলে ভাগফল কত?
প্রশ্ন : একটি মোটরসাইকেল ১২ লিটার পেট্রল দিয়ে ৩০০ কিমি. যায়।
ক. ৩০০ কিমি. সমান কত মিটার।
খ. ১০০ কিমি. যাওয়ার জন্য কত লিটার পেট্রল লাগবে।
গ. ১ লিটার পেট্রলের দাম ১০২ টাকা হলে মোট কত টাকা লাগবে।
প্রশ্ন : পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৮০ বছর। পিতার বয়স পুত্রের বয়সের ৩ গুণ।
ক. পুত্রের বর্তমান বয়স কত?
খ. পিতা ও পুত্রের বর্তমান বয়সের ব্যবধান কত? গ. ৫ বছর পর পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত হবে
প্রশ্ন : ২টি গরু ও ৩টি ছাগলের মূল্য একত্রে ৪৫০৮০ টাকা। ১টি ছাগলের মূল্য ৪৫৬০ টাকা।
ক. ৩টি ছাগলের মূল্য নির্ণয় কর?
খ. ২টি ছাগল ও ৩টি গরুর মূল্য একত্রে কত?
গ. ৬টি ছাগলের মূল্য ৩টি গরুর মূল্য অপেক্ষা কত বেশি বা কম।

ফাতেমা বেগম তমা
সিনিয়র শিক্ষক
বর্ণমালা আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper