ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

চ্যালেঞ্জে নির্ভীক মুমিনুল

ক্রীড়া ডেস্ক
🕐 ১১:৪৪ পূর্বাহ্ণ, নভেম্বর ০৭, ২০১৯

সাকিব আল হাসান অন্তত এক বছরের জন্য নির্বাসিত। তার পরিবর্তে বাংলাদেশ টেস্ট দলের নতুন অধিনায়ক হিসেবে মুমিনুল হকের নাম ঘোষণা করা হয়েছে। ‘পকেট রকেট’-খ্যাত এই তারকার চ্যালেঞ্জ শুরু হচ্ছে ভারতের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপ দিয়ে। এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত নির্ভীক মুমিনুল।

টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানীয় দলের বিপক্ষে লড়তে হবে তাদেরই মাটিতে। জাতীয় লিগ খেলে তার প্রস্তুতি নিচ্ছেন মুমিনুল। ঘরোয়া ক্রিকেটে অধিনায়ত্বের অভ্যাসটা তার আগেই হয়েছে। এবার জাতীয় দলকেও নেতৃত্ব দেওয়ার অপেক্ষায় তিনি। মুমিনুলের কাছে শুধু ভারত নয়, আন্তর্জাতিক ক্রিকেটে যে কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে নেতৃত্ব দেওয়া কঠিন। এই চ্যালেঞ্জ নিতে ভয় পান না মুমিনুল।

কাল মিপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘ভারত সিরিজে চ্যালেঞ্জ আছে অনেক। আপনাকে ওই চ্যালেঞ্জ নিতে হবে। আপনি এই পর্যায়ে ক্রিকেট খেলছেন চ্যালেঞ্জ নিতে হবে। আর এ চ্যালেঞ্জ আসবেই। যত দিন আপনি ক্রিকেট খেলছেন তত দিন এই চ্যালেঞ্জ আসবেই। এটা নিতেই হবে। এরপর ওপর আর কোনো কিছুই নেই।’

সাকিব-তামিম না থাকায় ভারত সফরের চ্যালেঞ্জটা আরও বেড়ে গেছে বলে মনে করেন মুমিনুল। তবে টি-টোয়েন্টিতে বাংলাদেশ জেতায় মানসিকভাবে পিছিয়ে আছে ভারত। মুমিনুল বলেছেন, ‘আমি মনে করি এ সময়ে জেতাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। আপনারা জানেন, আমাদের কিছু ঝামেলা গিয়েছিল, এ হিসেবে চিন্তা করলে আমি বলব এমন জয় টেস্টেও বেশ কাজে দেবে। সবার মধ্যে আত্মবিশ্বাস বেড়েছে।’

চন্ডিকা হাথুরুসিংহে কোচ থাকতে দলে মুমিনুলের জায়গা পাওয়া নিয়েই সংশয় ছিল। সময়ের পালাবাদলে সেই ক্রিকেটারই এখন টেস্ট অধিনায়ক। জীবন কী বিচিত্রময়? এ প্রশ্নের জবাবে মুমিনুলের রসিকতা, ‘জবাবটা তো আপনিই (সংবাদকর্মী) দিয়ে দিলেন!’

এরপর অবশ্য দেখা মিলল চিরচেনা শান্ত-স্নিগ্ধ এবং কিছুটা দার্শনিকসুলভ মুমিনুলের, ‘আজ কি হবে কাল কি হবে কেউ কিছু বলতে পারে না। আমি মনে করি নিজের জায়গায় সৎ থেকে কাজটা করে যেতে পারলে আপনি আপনার জায়গাটা ফিরে পাবেন। আপনার কাজটা সঠিক পথে হতে হবে অবশ্যই।’

টি-টোয়েন্টি সিরিজ শেষে ভারতের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ১৪ নভেম্বর ইন্দোরে শুরু হবে প্রথম টেস্ট। কলকাতায় ২২ নভেম্বর থেকে শুরু হবে সিরিজের শেষ টেস্ট।

 
Electronic Paper