ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বানর বিরিয়ানিও খায়

ডেস্ক রিপোর্ট
🕐 ১১:২৪ পূর্বাহ্ণ, নভেম্বর ০৭, ২০১৯

মানুষ অভ্যাসের দাস। বন্যপ্রাণী বানরও! ফল-পাতা ছেড়ে এখন তারা বিরিয়ানি খেতে অভ্যস্ত! বিশ্বাস না হওয়ারই কথা। জঙ্গলে ঘুরে গাছের ফল পাতা খাওয়াই যাদের কাজ, সেই বানরকুল এখন আর ফল-পাতায় তেমন উৎসাহ দেখাচ্ছে না।

বিশেষ করে পর্যটন কেন্দ্রের আশপাশে থাকা বানরদের খাদ্যাভ্যাসে ঘটেছে ব্যাপক পরিবর্তন। আর তাই প্যাকেটজাত খাবারে অভ্যস্ত হয়ে পড়েছে তারা। এমনই ছবি দেখা গেল ভারতের অংশের সুন্দরবনের সজনেখালি বা ঝড়খালির পর্যটন কেন্দ্রের আশপাশের এলাকায়।

ভারতের সংবাদ প্রতিদিন বলছে, বিস্কুটের প্যাকেট, বিরিয়ানি চিপসের প্যাকেট থেকে শুরু করে ঠাণ্ডা পানীয়- সব খাবার এখন তাদের অভ্যাসে পরিণত হয়েছে! আর তাই জঙ্গল থেকে লাফিয়ে পর্যটকদের ভুটভুটি বা লঞ্চ জেটিতে চলে আসছে বানরের দল।

 
Electronic Paper